আপডেট :

        কিছু জেলার স্কুল-কলেজ-মাদ্রাসা আগামীকাল বন্ধ

        লাউয়াছড়ায় শতাধিক গাছ বিধ্বস্ত

        শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন

        কোনো জেলা তাপমাত্রা যদি ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে

        কোনো জেলা তাপমাত্রা যদি ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে

        পদ্মা সেতুতে ১ হাজার ৫০০ কোটি টাকা টোল আদায়ের মাইলফলক অর্জন

        প্রচণ্ড গরমে মৃত্যু হলো স্কুল শিক্ষকের

        মে মাস থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্স ও এয়ার চায়না বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করবে

        দিল্লি প্রধান লাভলির পদত্যাগ

        দিল্লি প্রধান লাভলির পদত্যাগ

        বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর মন্তব্য

        আজ বিকেল ৪টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ

        ব্যাংক খাতে ডলারের সরবরাহ বাড়ায় চলতি বছরের ফেব্রুয়ারির চেয়ে মার্চে এলসি খোলা এবং নিষ্পত্তি উভয়ই বেড়েছে

        বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার

        চট্টগ্রামে গণপরিবহন মালিক-শ্রমিকদের ৪৮ ঘণ্টা ধর্মঘট চলছে

        সমকামী সম্পর্ককে অপরাধ ঘোষণা করে আইন পাস করেছে ইরাকের পার্লামেন্ট

        আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচনে চীন প্রভাব বিস্তার ও হস্তক্ষেপের চেষ্টা করছে

        ৫ দিনের মধ্যে কমতে পারে দিনের তাপমাত্রা

        আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৪টা পর্যন্ত

        গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা

কুইন্স বরো হলে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

কুইন্স বরো হলে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে বরাবরের মতো এবারো ‘বাংলাদেশ স্বাধীনতা দিবস’ সেলিব্রেশন করেছে নিউইয়র্ক সিটির কুইন্স বরো হল। এ উপলক্ষে গত ২৮ মার্চ বুধবার সন্ধ্যায় বরো হল মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা ক্যাটজ তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি বাংলাদেশী কমিউনিটির প্রশংসা করে বলেন, কুইন্স অভিবাসীদের অন্যতম প্রধান সিটি। বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা ঐক্যবদ্ধভাবে কুইন্সকে সমৃদ্ধ করছেন। প্রসঙ্গত তিনি বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির দীর্ঘদিনের দাবী নিউইয়র্কে স্থায়ী শহীদ মিনার নির্মাণের বিষয়টি তুলে ধরে বলেন, এব্যাপারে সিটির পক্ষ থেকে ১ লাখ ৫০ হাজার মিলিয়ন বরাদ্দ করা হয়েছে এবং শহীদ মিনারের আদলে কি করা যায় তা নিয়ে চিন্তা-ভাবনা চলছে বলে তার বক্তব্যে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বরো হলে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় কমিউনিটির দু’জন বিশিষ্ট ব্যক্তি এবং সাংস্কৃতি সংগঠন বাংলাদেশ পারফর্মিং আর্টস (বিপা)-কে বোরো প্রেসিডেন্টের পক্ষে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। খবর ইউএনএ’র।
বাংলাদেশী কমিউনিটির বন্ধু হিসেবে পরিচিত কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা ক্যাটজ’র সৌজন্যে অনুষ্ঠিত ব্যতিক্রমী এই আয়োজনের শুরুতেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন করা করা। এতে অংশ নেন বাংলাদেশী-আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা)-এর সদস্য সহ ভিন্ন জাতিগোষ্ঠির স্কাউটসরা। এসময়ে গার্ড অব অনার দিয়ে দু’দেশের পতাকা উত্তোলন করা হয়। 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুইন্স বরো হলের কো-অর্ডিনেটর মোহাম্মদ হক। এরপর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইমাম মোহাম্মদ শহীদুল্লাহ এবং হিন্দু ধর্মীয় গীতা থেকে পাঠ করেন পন্ডিত শ্যামল চক্রবর্তী।
কমিউনিটি এন্ড এথনিক মিডিয়া পরিচালনার পাশাপাশি মূলধারার সাথে প্রজন্মের সেতুবন্ধনে অবদান রাখায় সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের বিশেষ সাইটেশন তুলে দেয়া হয়। এছাড়াও কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম এবং সাংস্কৃতিক সংগঠন বিপা-কেও সাইটেশন প্রদান করা হয়। বিপার পক্ষে সম্মাননা গ্রহণ করেন সংগঠনের তিন কর্মকর্তা যথাক্রমে সভাপতি নিলোফার জাহান সহ এ্যানী ফেরদৌস ও সেলিমা আশরাফ। এসময় বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্টস ডে কো-অর্ডিনেটিং কমিটির সদস্যদের মধ্যে রোকেয়া আক্তার, ফখরুল ইসলাম দেলোয়ার, দীলিপ নাথ প্রমুখ মঞ্চে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিপা পরিবেশিত সঙ্গীত ও নৃত্যে অংশগ্রহণকারী নতুন প্রজন্মের শিল্পীরা হচ্ছে: মাইশা, মৌসুমী, মুন, সামিয়া, নওশীন, দিয়া, অ্যালভান ও নেভা। তাদের পরিচালনায় ছিলেন  নিলোফার জাহান, এ্যানী ফেরদৌস ও সেলিমা আশরাফ।
অনুষ্ঠানে বোরো প্রেসিডেন্ট মেলিন্ডা ক্যাটজ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান, মূল ধারার রাজনীতিক মোর্শেদ আল এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের।
অনুষ্ঠানে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ডা. মাসুদুল হাসান এবং ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শরাফ সরকার। সবশেষে প্রার্থনা করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি টমাস দুলু রায়। 
বরো হল অফিসের কর্মকর্তা মোহাম্মদ হকের তত্বাবধানে পুরো অনুষ্ঠানটির যৌথ সঞ্চালক ছিলেন সেমন্তী ওয়াহেদ ও আনাস আলম। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে টাইম টেলিভিশন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা যথাক্রমে শরাফ সরকার, গোলাম মোস্তফা খান মেরাজ, মনির হোসেন ও ফারুক হোসেন সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তির মধ্যে বাংলাদেশ সোসাইটি ইনক’র সভাপতি কামাল আহমেদ, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার, সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবীব, সাবেক কর্মকর্তা ওসমান চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মিজান চৌধুরী, এটর্নী সোমা সাঈদ, একেএম শফিকুল ইসলাম, সাইফুল্লাহ ভূইয়া, সেলিনা শারমীন, রুবাইয়া রহমান, উৎপল চৌধুরী সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এবং বরো হলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি আয়োজনে কো-স্পন্সর ছিলো- আমেরিকান বাঙালী হিন্দু ফাউন্ডেশন, আমেরিকান মুসলিম সেন্টার, বাংলাদেশ সোসাইটি ইনক, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি, নিউ আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাব, নিউ আমেরিকান ওমেন্স ফোরাম এবং নিউ আমেরিকান ভোটারস এসোসিয়েশন (এনএভিএ)।  

শেয়ার করুন

পাঠকের মতামত