ক্যালিফোর্নিয়ায় কমিউনিটি নেতা সেলিম চৌধুরীর ইন্তেকাল, মঙ্গলবার জানাজা
ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি প্রবাসী কমিউনিটি নেতা সেলিম চৌধুরীর ইন্তেকাল হয়েছে। গত ২৪ মে মধ্যরাতে তারাবির নামাজ শেষে এল মন্টেতে নিজ বাসায় ফেরার পথে হৃদক্রিয়া বন্ধ হয়ে আকস্মিক মৃত্যুবরন করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাজার নামাজ আগামী ২৯ মে মঙ্গলবার দুপুর ১টা বেজে ১৫ মিনিটে মসজিদ গাব্রিয়েল, ১৩০১ ইস্ট লাস টুনাস ড্রাইভ, সান গাব্রিয়েল, ক্যালিফোর্নিয়া-৯১৭৭৬ ঠিকানায় অনুষ্ঠিত হবে। জানাজার পরপরই দুপুর ৩টায় সান গাব্রিয়েল মুসলিম সিমেটারি, ২০০ ইস্ট ডুয়ার্টে রোড, মনরোভিয়া, ক্যালিফোর্নিয়া-৯১০১৬ ঠিকানায় দাফন করা হবে।
মরহুম সেলিম চৌধুরীর নামাজে জানাজা ও দাফনকার্যে উপস্থিত হওয়ার জন্য কমিউনিটির সকল সদস্যকে মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এলএবাংলাটাইমস/এএল/এলআরটি
শেয়ার করুন