নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
জ্যামাইকায় ‘মিরর অব দ্য ট্রুথ’র ইফতার মাহফিল
পবিত্র রমজান উপলক্ষ্যে নব প্রতিষ্ঠিত মিরর অব দ্য ট্রুথ ইনক ইফতার মাহপিলের আয়োজন করেছে। গত ২০ মে রোববার বাদ আসর জ্যামাইকার মসজিদ মিশন সেন্টারে (হাজী ক্যাম্প মসজিদ) এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদ মিশন সেন্টার পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার।
মাহফিলে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মিরর অব দ্য ট্রুথ’র সভাপতি শায়েখ তারেক মুনাওয়ার, সুন্নতি হজ্ব গ্রুপের আমীর মুফতি আব্দুল মালেক, দারুল উলুম নিউইয়র্কের মুহাদ্দেস মওলানা আজিজুর রহমান ও মওলানা আতাউর রহমান জালালাবাদী। মাহফিল পরিচালনা করেন মুহাম্মদ মনজুরুল করীম। শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন শায়েখ তারেক মুনাওয়ার।
মাহফিলে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে মসজিদ মিশন সেন্টারের পরিচালনা কমিটির সদস্য আলহাজ আবুল বাসার, মিরর অব দ্য ট্রুথ’র সাধারণ সম্পাদক আলহাজ আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মিরর অব দ্য ট্রুথ ইনক চলতি বছর নিউইয়র্কে প্রতিষ্ঠিত হয়েছে। এটি একটি নন প্রফিট দাওয়া ও চ্যারিটি প্রতিষ্ঠান।
এলএবাংলাটাইমস/এএল/এলআরটি
শেয়ার করুন