আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট

        ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে হেলিকপ্টার দুর্ঘটনা: আহত ৫ জন হাসপাতালে

        প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত সাবেক প্রেসিডেন্ট বাইডেনের রেডিয়েশন থেরাপি চলছে

        টেনেসিতে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: ১৬ জনের মৃত্যুর আশঙ্কা, কেউ বেঁচে নেই

        মিসিসিপিতে ফুটবল খেলার পর গণগুলি: নিহত ৪, আহত ১২

        পুতিনের মন্তব্য: ট্রাম্প বঞ্চিত হওয়ায় নোবেল পুরস্কারের মর্যাদা ক্ষুণ্ণ

        সমুদ্রের তলায় ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি

        ইশরাক হোসেনের জীবনের নতুন অধ্যায়: কে তিনি বিয়ে করছেন?

        জ্বালানি উপদেষ্টা বলেন, এলপিজি সিলিন্ডারের মূল্য রাখতে হবে ১ হাজার টাকার মধ্যে

        চুয়েটের ‘টিম এসরো’ নাসার গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ ২০২৫-এর বিশ্বজয়ী

        নির্বাচনের ফেব্রুয়ারি তাং নিয়ে মানুষের মধ্যে অবিশ্বাস: মন্তব্য

        সিরিজে রশিদের স্পিনে বাঙালিরা হেরেছে

        আসল নকল মিলছে? আপনার ফোন নকল কিনা জানতে এই উপায়গুলো অনুসরণ করুন

        হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ডেঙ্গুতে মৃত্যুর হার ১ থেকে ৩৮

        দারুল উলুম দেওবন্দ পরিদর্শনে তালেবান পররাষ্ট্রমন্ত্রী, উষ্ণ অভ্যর্থনা

        যুক্তরাষ্ট্রে অগ্নিসংঘর্ষে নিহত চারজন

        পিআর প্রক্রিয়া নিয়ে উচ্চকক্ষে একমত হওয়ার চেষ্টা

        শাহরুখ খানের ফিটনেস রহস্য: দিনে চারবার খাবার

        ইয়ামালের সমর্থনে এমবাপ্পের বক্তব্য: ‘১৮ বছরের শিশু’

        বাংলাদেশকে সর্বপ্রথম ভাবাই আমাদের মূল নীতি

রাতে বাসশূন্য মহাসড়ক

রাতে বাসশূন্য মহাসড়ক

সরকারি নির্দেশনায় রাতে মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগের তুলনায় মাত্র ৫ শতাংশ বাস গতকাল রোববার সন্ধ্যার পর বিভিন্ন টার্মিনাল থেকে ছেড়ে গেছে। এদিকে আজ আবারও পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে বসছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গতকাল রাজধানীর গাবতলী টার্মিনাল থেকে দুুপুর ২টার পর উত্তরবঙ্গের বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর এবং দক্ষিণ-পশ্চিমের বরিশাল, খুলনা, যশোরসহ আশপাশের জেলার উদ্দেশে কোনো বাস ছাড়েনি। তবে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিমের জেলা ফরিদপুর, মাদারীপুরের বাস ছেড়ে গেছে। মূলত, বিকেল ৫টার পর এই টার্মিনাল থেকে আর কোনো বাস ছাড়েনি বলে পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন। অন্যদিকে মহাখালী টার্মিনাল থেকে সন্ধ্যা ৭টার পর আর কোনো বাস ছাড়েনি। সায়েদাবাদ থেকে দুপুর ২টার পর চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটগামী কোনো বাস ছাড়েনি। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলের বাস ছেড়ে গেছে। সন্ধ্যা ৬টার পর আর কোনো বাস ছাড়েনি।

রাতে বাস না চালানোর ব্যাপারে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের একজন কেন্দ্রীয় নেতা জানান, সরকারি বাধ্যবাধকতা হচ্ছে, ঢাকা থেকেই ছেড়ে যাক বা অন্য কোনো জেলা থেকে ঢাকায় ফিরে আসুক উভয় বাসই রাত ৯টার মধ্যে গন্তব্যে পেঁৗছাতে হবে। এ কারণে রাত ৯টার মধ্যে গন্তব্যে পেঁৗছা যাবে_ এমন সময় হাতে নিয়েই বিভিন্ন রুটের সর্বশেষ বাস ছাড়ছে। তবে বিকেল ৫টার পর গাবতলী টার্মিনাল থেকে এবং সন্ধ্যা ৬টার পর সায়েদাবাদ টার্মিনাল থেকে প্রধান প্রধান রুটের কোনো বাসই ছাড়েনি। ৪ থেকে ৫ শতাংশ মালিক আছেন যারা সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাত ৯টার পরও বাস ছেড়েছেন। এ সংখ্যা খুবই নগণ্য এবং তাদের বাসের অবস্থা, সার্ভিস কোনোটাই ভালো নয়।

বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্ল্যা সমকালকে জানান, মহাখালী টার্মিনাল থেকে সর্বশেষ বাস ক'টায় ছাড়বে, সে ব্যাপারে রোববার পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বিষয়টি চূড়ান্ত করা হবে। তবে মহাখালী টার্মিনালে এনা পরিবহনের ম্যানেজার পুলক চন্দ্র দাস সমকালকে জানান, সন্ধ্যা ৭টার পর ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল রুটে মহাখালী টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি।

মহাখালী টার্মিনাল কমিটির একজন নেতা জানান, বিকেল ৫টার পর বগুড়া, রংপুর, গাইবান্ধা, নওগাঁর কোনো গাড়ি ছাড়েনি। সন্ধ্যা ৭টা পর্যন্ত ছাড়ে সিরাজগঞ্জগামী বাস। এই নেতা জানান, এক অর্থে সন্ধ্যার পর মহাসড়কে বাস চলাচল বন্ধই রয়েছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান মিডিয়াকে বলেন, 'অব্যাহত নাশকতার কারণে জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করেই রাতে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি খুবই সাময়িক ব্যবস্থা। যে কোনো সময় এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।'

গত ৫ জানুয়ারির পর রাতে মহাসড়কে অবরোধ-হরতালকারীদের পেট্রোল বোমায় রংপুরের মিঠাপুকুর, গাইবান্ধা ও কুমিল্লার চৌদ্দগ্রামে ২১ জন দগ্ধ হয়ে প্রাণ হারান। এ ছাড়া বিভিন্ন স্থানে অবরোধকারীদের আগুন হামলা রাতেই বেশি হচ্ছে। এ কারণে গত শনিবার থেকে রাত ৯টার পর মহাসড়কে বাস না চালানোর নির্দেশনা দেয় সরকার।

শেয়ার করুন

পাঠকের মতামত