গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ
সাধারণ মানুষকে রক্ষার দায়িত্ব সরকারের: বান কি মুন
বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, সহিংসতা থেকে সাধারণ মানুষ রক্ষার দায়িত্ব সরকারের। গণতান্ত্রিক নিয়ম-নীতি মেনেই সব দলকে তাদের রাজনৈতিক অধিকার চর্চা করা উচিত বলেও মত দেন তিনি।
গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে বান কি মুন এ কথা বলেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ খবর জানানো হয়।
News Desk
শেয়ার করুন