শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
জামায়াত নেতা রব্বানীর মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জামায়াত নেতা গোলাম রব্বানীর মনোনয়নপত্র গ্রহণে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
গোলাম রব্বানীর করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৩ ডিসেম্বর, সোমবার এ আদেশ দেয়। রবিবার রব্বানী রিটটি দায়ের করেন।
রব্বানীর আইনজীবী শিশির মনির জানান, গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দিতে গেলে কোনো কারণ ছাড়াই সময় অপচয় করে গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা নেননি রিটার্নিং কর্মকর্তা। হাইকোর্ট দ্রুত তার মনোনয়নপত্র জমা নেওয়ার নির্দেশ দিয়েছে।
গোলাম রব্বানী শনিবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি লিখিত আবেদনও জমা দিয়েছেন।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন