শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
দেশের কোথাও সুষ্ঠু নির্বাচন হচ্ছে না : সংবাদ সম্মেলনে ড. কামাল
জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন বলেছেন, একটি প্রহসনের নির্বাচন হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের খবর দেশের কোথাও থেকে পাইনি।
তিনি আজ দুপুর ১.১৫টায় গণফোরামের মতিঝিল কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন। তিনি বলেন, সারাদেশ থেকে সুষ্ঠু নির্বাচনের কোনো খবর পাইনি। সর্বত্রই ধানের শীষের এজেন্টদের বের করে দিয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েও পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের ধানের শীষের প্রার্থী সুব্রত চৌধুরী ও ঢাকা-৭ আসনের ধানের শীষের প্রার্থী মোস্তফা মহসিন মন্টু।
সুব্রত চৌধুরী বলেন, তার এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি। এটা একটি ফার্স (প্রহসন) নির্বাচন।
মোস্তফা মহসিন মন্টু বলেন, তার আসনের কোনো কেন্দ্রে ধানের শীষের এজেন্ট প্রবেশ করতে দেয়া হয়নি।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন