সিরাজগঞ্জের শাহজাদপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার
নরিনা ইউনিয়নে নিজের বাড়িতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ
পেয়েছে পুলিশ।
নিহত মুন্নি খাতুন (২৫) বাড়াবিল তেজপড়া গ্রামের
এরশাদ আলীর স্ত্রী। তার বাবার বাড়ি পৌর এলাকার
প্রাণনাথপুরে।
শাহজাদপুর থানার ওসি শাহাব উদ্দিন জানান, রোববার
সকালে স্বামীর বাড়িতে মুন্নির লাশ পাওয়া যায়।
“এটি হত্যাকাণ্ড, নাকি আত্মহত্যা- তা এখনও
বলা যাচ্ছে না। ঘটনাস্থলে পুলিশ গেছে।”
স্থানীয়দের বারত দিয়ে ওসি জানান, পারিবারিক বিষয়
নিয়ে সকালে ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। পরে ১১টার
দিকে তাদের ঘরে ঝুলন্ত অবস্থায় মুন্নির লাশ
দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ।
শেয়ার করুন