ভালোবাসার শহরে গড়ে উঠছে লৌহকঙ্কাল—নতুন নির্মাণে বদলে যাচ্ছে চেহারা
নির্বাচনে ‘ভোট ডাকাতির’ প্রতিবাদে ঐক্যফ্রন্টের কালো ব্যাজ ধারণ বুধবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতি’ হয়েছে দাবি করা জাতীয় ঐক্যফ্রন্ট এ ঘটনার প্রতিবাদে বুধবার রাজধানীতে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন করবে।
ঐক্যফ্রন্টের নেতা-কর্মীদের অংশগ্রহণে জাতীয় প্রেসক্লাবের সামনে বিকাল ৩টায় কর্মসূচি শুরু হয়ে শেষ হবে বিকাল ৪টায়।
গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক জানান, কর্মসূচিতে ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা বক্তব্য দেবেন।
৩১ জানুয়ারি ড. কামাল হোসেনের মতিঝিল চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক সভা শেষে জোটের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
পাশাপাশি জোট ঐক্যফ্রন্ট প্রার্থী ও ভুক্তভোগী ভোটারদের অংশগ্রহণে জোট ২৪ ফেব্রুয়ারি একই স্থানে গণশুনানির আয়োজন করবে।
বিএনপি ও গণফোরামসহ পাঁচ দলের জোট জাতীয় ঐক্যফ্রন্ট গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে ব্যাপক ‘ভোট ডাকাতি’ হয়েছে দাবি করে এর ফল প্রত্যাখ্যান করে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন