মা দিবসে মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢালিউড তারকাদের আবেগঘন পোস্ট
চকবাজার ট্র্যাজেডি : মন্ত্রিসভায় শোক
রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব করেছে মন্ত্রিসভা। এ সময় আহতদের জন্য সুস্থতা কামনা করা হয়।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এ শোক প্রস্তাব করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, চকবাজারে আগুন লাগার ঘটনায় নিহত ৭১ জনের আত্মার মাগফেরাত কামনা করা হয় মন্ত্রিপরিষদ বৈঠকে। এছাড়া আহত ৫৫ জনের জন্য সুস্থতা কামনা করা হয়।
তাদের সুস্থতার জন্য সব ধরনের ব্যবস্থা সরকারিভাবে করা হচ্ছে বলেও উল্লেখ করেন মোহাম্মাদ শফিউল আলম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শোক প্রস্তাবের বাইরে এ নিয়ে আর কিছু বলেনি। তবে এ বিষয়ে তিনি আগে একাধিকবার বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী কাজ হচ্ছে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন