আপডেট :

        ২০১৫ সালের মামলা থেকে মুক্তি পেলেন খালেদা জিয়া, কুমিল্লায় আদালতের রায়

        রাশিয়ার পরিবহনমন্ত্রীকে অপসারণ করলেন পুতিন

        ঐতিহাসিক মুহূর্ত: জেনিফার সাইমনস সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত

        শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের দল ঘোষণা: দুই মালিঙ্গার জোড়া হুমকি

        মালয়েশিয়ার আকাশে অদ্ভুত পরীর আবির্ভাব: রহস্যের জালে ঘেরা গল্প

        ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ৭ অঞ্চলে পাহাড়ধসের সম্ভাবনা

        শিক্ষা উপদেষ্টার পরামর্শ: কারিগরি শিক্ষায় জোর দিন

        ফিলিস্তিনি রাষ্ট্রদূত ও হেফাজত আমিরের বৈঠক: শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতার প্রতিশ্রুতি

        বিশ্ব বাণিজ্যে ট্রাম্পের নতুন পদক্ষেপ: কমছে স্বর্ণের দাম

        ফলের রস না স্মুদি: কোনটি আপনার সকালকে করবে আরও স্বাস্থ্যকর?

        লালনশিল্পী ফরিদা পারভীনের চিকিৎসা: ছেলে চাইলেন সকলের দোয়া

        এশিয়ান কাপের ইতিহাস গড়ে নারী ফুটবল দলকে মধ্যরাতে বাফুফের সংবর্ধনা

        ইলন মাস্কের দল নিয়ে ট্রাম্পের বিদ্রূপ: ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিলেন

        আসন্ন নির্বাচন: পুলিশের প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা

        ট্রাম্পের বাণিজ্য চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রীর কড়া বার্তা

        “ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ

        ক্লাব বিশ্বকাপে খেলায় Musiala ইনজুরিতে পরাজিত বায়ার্ন — PSG সেমিতে জয়ী

        করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে: একদিনে ২৯৪ ডেঙ্গু রোগী শনাক্ত, একজনের মৃত্যু

        “সাইফুল হক: রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় ঐক্য বজায় রাখতে হবে”

        পাওয়ার প্লেতে ব্যাটিং-ঝড় তোলায় দম বন্ধ করা পরিবেশ

দেশে হত্যা-ধর্ষণের উৎসব চলছে : মির্জা ফখরুল

দেশে হত্যা-ধর্ষণের উৎসব চলছে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন হত্যা ও ধর্ষণের উৎসব চলছে। প্রকাশ্যে মানুষ হত্যা করা হচ্ছে, মেগা প্রকল্পের নামে চলছে লুটপাট। এসব কিছুই হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থার কারণে। জনগণের ভোটে নির্বাচিত হলে সরকার এসব অন্যায় করার সাহস পেতনা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গত এক যুগে দেশের গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখ মিথ্যা মামলায় ২৬ লাখ আসামী করেছে, এক হাজার মানুষকে গুম করেছে।
এসব ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, হে আল্লাহ, তুমি আমাদেরকে এই জালিম সরকারের হাত থেকে রক্ষা করো।

বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার।

বিএনপি মহাসচিব বলেন, রাতের আঁধারে ভোট চুরি করে গঠিত হওয়া অবৈধ এই সরকার দেশকে নারকীয় রাষ্ট্রে পরিণত করেছে, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে নিজেদের ইচ্ছামাফিক সব কাজ করছে। এসব অন্যায় অত্যাচারে সাধারণ মানুষের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। সাধারণ মানুষকে জালিম সরকারের হাত থেকে রক্ষা করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির কোন বিকল্প নেই।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর বীর উত্তম, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু।

এছাড়াও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চান, ভোলা-০২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম, বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি ও বরিশাল-০৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, বরিশাল-০৬ (বাকেরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, হাসান মামুন, হায়দার আলী খান লেলিন, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, ভোলা জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর, ঝালকাঠি জেলা সভাপতি মোস্তফা কামাল মজনু, পিরোজপুর জেলা সেক্রেটারি অধ্যাপক আলমগীর হোসেন, পটুয়াখালী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি অ্যাডভোকেট ওয়াহেদ সরোয়ার কালাম, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন, মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এলিজা জামান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি জিয়া উদ্দিন সিকদার ও দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।

সমাবেশে বরিশাল বিভাগের আটটি সাংগঠনিক জেলার বিপুল সংখ্যক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত