২০১৫ সালের মামলা থেকে মুক্তি পেলেন খালেদা জিয়া, কুমিল্লায় আদালতের রায়
বাংলাদেশে ঈদুল আজহা ১২ আগস্ট
বাংলাদেশের আকাশে শুক্রবার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
শুক্রবার মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ এ কথা জানান। প্রতিমন্ত্রীর সভাপতিত্বে চাঁদ দেখা কমিটির সভা হয়।
ঈদুল আজহা মুসলমানদের বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। বাংলাদেশে এটি কোরবানির ঈদ হিসেবে পরিচিত। হিজরি বর্ষপঞ্জি অনুসারে, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালন করা হয়।
শেয়ার করুন