আল্লাহ আপনাদের সহ্য করার শক্তি দিন: মিরপুরে পোড়া বস্তিতে গিয়ে ড. কামাল
মিরপুরে আগুনে পোড়া বস্তি দেখতে গিয়ে সেখানকার অধিবাসীদের সান্ত্বনা দিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বস্তিবাসীদের উদ্দেশে বলেন, ‘আমি অত্যন্ত মর্মাহত, মহান আল্লাহ আপনাদের সহ্য করার তৌফিক দিন। একটার পর একটা অগ্নিকাণ্ড আমাকে আর কতবার দেখতে হবে! মানুষ কবে পাবে নিরাপদে জীবন-যাপনের অধিকার?’
শনিবার দুপুরে কামাল হোসেন তার দলের নেতাকর্মীদের নিয়ে মিরপুর-৭ এর ঝিলপাড়ে পুড়ে যাওয়া বস্তি পরিদর্শনে যান। সেখানে তারা পরিস্থিতি দেখেন এবং বস্তিবাসীদের সঙ্গে কথা বলেন।
ড. কামাল হোসেন অবিলম্বে সরকারসহ সকল সামাজিক সংগঠনকে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, লাখ লাখ মানুষ খোলা আকাশের নিচে অর্ধাহারে, অনাহারে, বস্ত্রহীন, আশ্রয়হীন অশ্রুসিক্ত নয়নে, ডেঙ্গু আক্রান্ত শহরে দিন পার করছে।
ঘটনাস্থলে গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদ সদস্য মোকাব্বির খান এমপি, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
শেয়ার করুন