রাশিয়া যে কোনো মুহূর্তে গুঁড়িয়ে দিতে পারে আমেরিকাকে
রাশিয়া-আমেরিকা যুদ্ধ
রাশিয়ার পারমাণবিক আক্রমণ প্রতিরোধের ক্ষমতা
যুক্তরাষ্ট্রের নেই। যে কোনো মুহূর্তে আমেরিকাগুঁড়িয়ে দিতে সক্ষম মস্কো। যুক্তরাষ্ট্রে আঘাতহানতে সক্ষম এমন সহস্রাধিক পারমাণবিকক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে ক্রেমলিন।দেশের নিরাপত্তায় পেন্টাগন বিলিয়ন বিলিয়নডলার ব্যয় করলেও প্রকৃতপক্ষে প্রতিরক্ষাব্যবস্থাবলতে কিছু নেই। যুক্তরাষ্ট্রের প্রভাবশালীফোর্বস ম্যাগাজিনের শনিবারের এক বিশেষপ্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।রাশিয়ার পারমাণবিক হামলা প্রতিরোধে‘যুক্তরাষ্ট্রের সত্যিই কোনো ব্যবস্থা নেই’শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘চলতিবছরের পয়লা অক্টোবর থেকে প্রতি অর্থবছরেআফগানিস্তান, ইরাকসহ বিশ্বের বিভিন্ন দেশেনানা হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র প্রতিসপ্তাহে এক বিলিয়ন ডলার ব্যয় করবে বলে ওবামাপ্রশাসন প্রস্তাব করেছে।স্বভাবই প্রশ্ন ওঠে- যুক্তরাষ্ট্র রাশিয়ারপারমাণবিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র থেকে নিজদেশকে বাঁচাতে কত টাকা খরচ করছে? রাশিয়ারকাছে অন্তত ১৬০০ এ রকম ক্ষেপণাস্ত্র আছে যেগুলোযুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। এগুলোর মধ্যেথেকে মাত্র কয়েকটি নিক্ষেপ করলেইযুক্তরাষ্ট্রের বিদ্যুৎ ব্যবস্থা, আর্থিক নেটওয়ার্কএমনকি পুরো দেশের অর্থনীতিকে অচল করে দেয়াসম্ভব।’প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘মার্কিন প্রশাসনএজন্য এক পয়সাও খরচের চিন্তা করছে না। অথচ,সবাই জানে, রাশিয়ার বেশিরভাগ ক্ষেপণাস্ত্রআমেরিকার দিকে তাক করে রাখা। বর্তমানেরাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপতর হচ্ছে। সম্প্রতিভাদিমির পুতিন তার দেশের আশপাশের এলাকা,যেমন- ইউক্রেনে প্রসারণবাদী আচরণে পশ্চিমারাবাধা দিলে পারমাণবিক উপায়ে জবাব দেয়ারহুমকি দিয়েছেন।’গত সপ্তাহেই পুতিন একটি ডকুমেন্টারিতেক্রিমিয়া দখলের ঘটনা স্মরণ করে বলেছেন তিনিতখন পশ্চিমা দেশগুলোকে হস্তক্ষেপ থেকে বিরতরাখতে পারমাণবিক অস্ত্র ‘অ্যালার্ট’ রাখারকথাও চিন্তা করেছিলেন। তার কাছে মনেহয়েছিল, সবচেয়ে খারাপ পরিণতির জন্য তিনিপ্রস্তুত আছেন। পুতিনের এ কথা অতটা পরিষ্কারবোঝা যেত না যদি না সামরিক কর্মকর্তারা এ কথাস্পষ্ট না করতেন যে, শান্তিপূর্ণ সময়েও রাশিয়ারবেশিরভাগ ক্ষেপণাস্ত্র কয়েক মিনিটের মধ্যেনিক্ষেপের জন্য প্রস্তুত থাকে।প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসিডেন্টেরসময়ে দেশটির নিজস্ব নিরাপত্তাব্যবস্থারইতিহাস ও তাতে নানা ত্রুটির কথা তুলে ধরাহয়েছে।এদিকে, ইউক্রেন নিয়ে এমনিতেই পশ্চিমা জোটেরসঙ্গে তীব্র কূটনৈতিক টানাপোড়েন চলছেরাশিয়ার। যুক্তরাষ্ট্রসহ তার মিত্ররা রাশিয়ারওপর কয়েক দফা অবরোধও আরোপ করেছে। এতকিছুরপরও থামানো যাচ্ছে না রাশিয়াকে। হঠাৎ হঠাৎগর্জে উঠছে রুশ ভাল্লুক। ইউক্রেনে তো চলছেই,এবার ন্যাটো জোটের ক্ষেপণাস্ত্র সুরক্ষাব্যবস্থায় যোগ দিলে ডেনমার্কের জাহাজে পরমাণুহামলা চালানোর হুমকি দিয়েছে মস্কো।শনিবার ডেনমার্কে রুশ রাষ্ট্রদূত মিখায়েলভেনিন সরাসরিই এই হুমকি দেন। স্থানীয় একটিপত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ভেনিন বলেন,‘আমি মনে করি না ডেনমার্ক মার্কিনিদেরনিয়ন্ত্রিত এই ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থায় যোগদেয় তাহলে কী পরিণতি হবে তারা তা বুঝতেপারছে। যদি সত্যিই তেমন কিছু ঘটে তাহলেডেনমার্কের যুদ্ধ জাহাজগুলোকে রুশ পরমাণুক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হতে হবে।’গত বছরের আগস্টে ডেনমার্ক জানিয়েছিল, তারান্যাটোর ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থায় অন্ততএকটি ফ্রিগেট যুদ্ধজাহাজ নিয়ে হলেও অংশ গ্রহণকরবে।তবে সেসময় দেশটির প্রতিরক্ষামন্ত্রী নিকোলাইওয়ামিন বলেছিলেন, রাশিয়ার কথা মাথায় রেখেতারা এই ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থায় যোগদিচ্ছেন না। তাই রাশিয়া এর মধ্যে হস্তক্ষেপকরবে না বলে আশা প্রকাশ করেছিলেন তিনি। দ্যটেলিগ্রাফ।
শেয়ার করুন