আপডেট :

        সমুদ্র বাণিজ্যে নতুন ফি: বন্দরে অতিরিক্ত খরচের ঘোষণা

        বাংলাদেশী শর্ট ফিল্ম 'নিশি'র EMA জয়

        মিরাজের প্রশংসা: বাংলাদেশ দলের খেলায় রয়েছে সম্ভাবনা

        পুলিশের বাধা অতিক্রম করে শাহবাগ ব্লকেড: ভাতা বৃদ্ধি ও জাতীয়করণের দাবিতে শিক্ষকরা অটল

        গাজায় স্থায়ী শান্তির পথে: ট্রাম্প দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুর ঘোষণা দেন

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট

        ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে হেলিকপ্টার দুর্ঘটনা: আহত ৫ জন হাসপাতালে

        প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত সাবেক প্রেসিডেন্ট বাইডেনের রেডিয়েশন থেরাপি চলছে

        টেনেসিতে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: ১৬ জনের মৃত্যুর আশঙ্কা, কেউ বেঁচে নেই

        মিসিসিপিতে ফুটবল খেলার পর গণগুলি: নিহত ৪, আহত ১২

        পুতিনের মন্তব্য: ট্রাম্প বঞ্চিত হওয়ায় নোবেল পুরস্কারের মর্যাদা ক্ষুণ্ণ

        সমুদ্রের তলায় ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি

        ইশরাক হোসেনের জীবনের নতুন অধ্যায়: কে তিনি বিয়ে করছেন?

        জ্বালানি উপদেষ্টা বলেন, এলপিজি সিলিন্ডারের মূল্য রাখতে হবে ১ হাজার টাকার মধ্যে

        চুয়েটের ‘টিম এসরো’ নাসার গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ ২০২৫-এর বিশ্বজয়ী

        নির্বাচনের ফেব্রুয়ারি তাং নিয়ে মানুষের মধ্যে অবিশ্বাস: মন্তব্য

        সিরিজে রশিদের স্পিনে বাঙালিরা হেরেছে

        আসল নকল মিলছে? আপনার ফোন নকল কিনা জানতে এই উপায়গুলো অনুসরণ করুন

        হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ডেঙ্গুতে মৃত্যুর হার ১ থেকে ৩৮

        দারুল উলুম দেওবন্দ পরিদর্শনে তালেবান পররাষ্ট্রমন্ত্রী, উষ্ণ অভ্যর্থনা

আওয়ামী লীগের ২৮৭ নেতা বিদেশে বাড়ী তৈরি করছেন !

আওয়ামী লীগের ২৮৭ নেতা বিদেশে বাড়ী তৈরি করছেন  !

বিদেশে সেকেন্ড হোম নিয়েছেন এমন ৬৪৮ ব্যক্তির
বিষয়ে তদন্ত করছে বাংলাদেশের দুই সংস্থা।ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমনকমিশন (দুদক)। এক উপ-পরিচালকের নেতৃত্বেদুদকের তিন সদস্যের বিশেষ টিম প্রাথমিকঅনুসন্ধান চালাচ্ছে। যোগাযোগ করা হচ্ছেমালয়েশিয়া সরকারের সঙ্গেও। পাশাপাশি একইতালিকা ধরে তদন্ত চালাচ্ছে জাতীয় রাজস্ববোর্ড। এ তালিকাভুক্তদের মধ্যে রাজনীতিক আছেন৩৮৩ জন এবং সাবেক সরকারি কর্মকর্তা, শিক্ষকসহবিভিন্ন পেশাজীবী আর ব্যবসায়ী ২৬৫ জন।তালিকায় আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতেরনেতাদের সংখ্যাও আলাদা করা হয়েছে। সেহিসেবে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীর মধ্যে ২৮৭ এবং বিএনপি-জামায়াতসংশ্লিষ্ট ৯৬ জন বাংলাদেশের বাইরে সেকেন্ডহোম রেখেছেন। জানা যায়, মালয়েশিয়া সরকারেরদেওয়া তথ্যানুসারে গত এক যুগে সেখানে সেকেন্ডহোম সুবিধা নিয়েছেন ৩ হাজার ৫ জনবাংলাদেশি। তাদের প্রত্যেককে মালয়েশিয়ায় ১০বছরের জন্য নন-মালয়েশিয়ান হিসেবে ভিসানিতে কমপক্ষে প্রায় ১ কোটি টাকা করেমালয়েশিয়ার ব্যাংকে জমা রাখা ও আনুষঙ্গিক ব্যয়করতে হয়েছে। সে হিসেবে শুধু মালয়েশিয়ায়পাচার হয়েছে প্রায় ৩ হাজার ৫ কোটি টাকা।কিন্তু বাংলাদেশ থেকে দ্বিতীয় কোনো দেশেবিনিয়োগ বা অন্য কোনো কারণে এত টাকা নিয়েযাওয়ার কোনো আইনি সুযোগই নেই। তাই পুরোটাইগিয়েছে অবৈধ হুন্ডি বা অন্য অবৈধ উপায়ে।সেকেন্ড হোম গড়তে আগ্রহীদের কাছে মালয়েশিয়াছাড়া আরেকটি জনপ্রিয় গন্তব্য কানাডা।সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ওযুক্তরাষ্ট্রও আছে তালিকায়। জানা গেছে,যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, বেলজিয়ামেঅনেক রাজনীতিকের ব্যবসা-বাণিজ্য রয়েছে। কেউকেউ সেসব দেশের নাগরিক। রয়েছে অল্টারনেটিভপাসপোর্ট। এভাবে বিপুল অর্থ-সম্পদ গড়ে তুলেছেনঅনেকেই। মালয়েশিয়ার সেকেন্ড হোম প্রজেক্টের(এমএমটুএইচ) ২০১৪ সালের মাসভিত্তিকপরিসংখ্যানে দেখা গেছে, জানুয়ারিতে আবেদনকরেছেন ২, ফেব্রুয়ারিতে ২৬, মার্চে ৩৫, এপ্রিলে২০, মে-তে ২৯, জুনে ৯, জুলাইয়ে ৯, আগস্টে ৯,সেপ্টেম্বরে ৩৫, অক্টোবরে ১৪, নভেম্বরে ২১,ডিসেম্বরে ৪১ জন। সর্বশেষ প্রকাশিত তালিকায়বাংলাদেশ হচ্ছে শীর্ষ দেশগুলোর মধ্যে তৃতীয়।শীর্ষে চীন, দ্বিতীয় জাপান। এরপর কোরিয়া,যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও সিঙ্গাপুরের অবস্থান।২০১৪ সালের শীর্ষ ১০ তালিকায় ভারত নেই।তালিকা অনুসারে জানা যায়, মালয়েশিয়ারসেকেন্ড হোম প্রজেক্ট প্রথম চালু হয় ২০০২ সালে।প্রথমবার কোনো বাংলাদেশি সেখানে আবেদনকরেননি। ২০০৩ সালে প্রথমবার বাংলাদেশিরাআবেদন করেন। তখন থেকে এ পর্যন্ত মোট আবেদনকরেছেন ৩ হাজার ৫ জন বাংলাদেশি। এর মধ্যে২০১৪ সালে ২৫০, ২০১৩ সালে ২৮৫, ২০১১ সালে২৭৬, ২০১০ সালে ৭৪, ২০০৯ সালে ৮৬, ২০০৮সালে ৬৮, ২০০৭ সালে ১৪৯, ২০০৬ সালে ৩৪১,২০০৫ সালে ৮৫২, ২০০৪ সালে ২০৪ ও ২০০৩ সালে৩২ জন আবেদন করেন। সূত্রমতে, দুদকের অনুসন্ধানচালানো কর্মকর্তারা দীর্ঘ তালিকা নিয়েঅনুসন্ধান শুরু করেছেন। তালিকা ও প্রাপ্তপরিসংখ্যান নিয়ে তারা পর্যালোচনা করছেন।পর্যালোচনায় দেখা গেছে, সরকার পরিবর্তনেরসময়গুলোয় আবেদনের হিড়িক পড়ে যায়। সর্বশেষআওয়ামী লীগের ছয় বছরে মোট আবেদন পড়েছে ১হাজার ৩৫৯টি। ওয়ান-ইলেভেনে দুই বছরে আবেদনকরেছিলেন ২১৭ জন। এর আগে বিএনপি-জামায়াতের চার বছরে আবেদন জমা পড়ে ১ হাজার৪২৯টি। সূত্রমতে, দূদকের পক্ষ থেকে মালয়েশিয়াসরকারের কাছে তালিকা চেয়ে চিঠি পাঠানোহচ্ছে। শীর্ষ পর্যায়ের অনুমোদনের জন্য একটিফাইলও প্রস্তুত করা হয়েছে। অনুমোদন পাওয়াগেলে মালয়েশিয়া সফরেও যাবেন দুদকপ্রতিনিধিরা। জানা যায়, মালয়েশিয়ার পর্যটনমন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত এমএমটুএইচপ্রজেক্টের মালয়েশিয়ার বাইরে কোনো অনুমোদিতএজেন্ট নেই। কিন্তু দিন দিন জনপ্রিয়তা বাড়তেথাকায় এমএমটুএইচের বাংলাদেশে সাব-এজেন্টেরসংখ্যা বাড়তে থাকে। বিভিন্ন অনলাইন সামাজিকমাধ্যমে বিজ্ঞাপন শুরু হয়। উত্তরার এক সাব-এজেন্টের কার্যালয়ে সেকেন্ড হোমের আগ্রহজানানো হয়েছে, বিশ্বের তৃতীয় সাশ্রয়ীঅবসরকালীন অভিবাসন সুবিধা মালয়েশিয়ারসেকেন্ড হোম। ১০ বছরের জন্য নন-মালয়েশিয়ানভিসার জন্য আবেদন করতে বাংলাদেশি ৫০ বছরেরঅনূধর্্বদের অ্যাকাউন্টে জমা থাকতে হয় ৫ লাখরিঙ্গিত বা ১ কোটি ৬ লাখ টাকা এবংমালয়েশিয়ার ব্যাংকে ফিঙ্ড ডিপোজিট করতে হয়৬৫ লাখ টাকা। ৫০-ঊধর্্ব বয়সীদের জন্যঅ্যাকাউন্টে থাকতে হবে সাড়ে ৩ লাখ রিঙ্গিত বা৭৫ লাখ টাকা। মালয়েশিয়ায় ফিঙ্ড ডিপোজিটকরতে হবে ৩২ লাখ টাকা। তবে উভয় ক্ষেত্রেমাসিক আয় হতে হবে কমপক্ষে ২ লাখ ১২ হাজারটাকা। বাংলাদেশ থেকে বৈধ উপায়ে এত টাকামালয়েশিয়া বা অন্য কোনো দেশে পাঠানোর উপায়নেই জানালে বাংলাদেশি এক সাব-এজেন্টেরউত্তর- 'টাকা পাঠানোর চিন্তা আমাদের। দেশেরভিতরে এক জেলা থেকে আরেক জেলায় টাকাপাঠাতে যে সময় লাগে তার চেয়ে ১০ গুণ কম সময়েপাঠানো হবে।' মতিঝিলের আরেক সাব-এজেন্টেরবক্তব্য- 'আপনি মালয়েশিয়ায় কারও কাছে ফোনকরলে রিং বাজার আগেই তার কাছে টাকা পাঠানোযাবে।' সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়,মালয়েশিয়ার আমপাং, মালাক্কা, কোচাইলামা,ক্যামেরন হাইল্যান্ড ও শাহ-আলম শহরেবাংলাদেশিরা বাড়ি কিনে বসবাস করছেন।মালয়েশিয়ার আমপাং শহরের বাসিন্দা ওবাংলাদেশের অধিবাসী ডা. হুমায়ুন কবির জানান,আড়াই বছর আগে তিনি মালয়েশিয়ায় আসেন।সেকেন্ড হোমের জন্য প্রতি তলায় দেড় হাজারবর্গফুটের স্পেসসহ বাড়ি কিনেছেন ১ লাখ ২৫হাজার রিঙ্গিত দিয়ে। বাংলাদেশি টাকায় দাম২ কোটি ৭৫ লাখ টাকা। তিন তলা ভবনের দোতলায়তিনটি রুম ও তৃতীয় তলায় দুই বেড ও একটি গেস্টরুম রয়েছে। প্রতিটি রুমের সঙ্গে রয়েছে বাথ ওটয়লেট আলাদাভাবে। নিচ তলায় রয়েছে ড্রইংরুম,কিচেন, ডাইনিংরুম ও সার্ভেন্টরুম। বাড়িরসামনে রয়েছে গার্ডেন ও কার পার্কিং। দুদককমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু গত সপ্তাহেসংবাদ সম্মেলনে জানিয়েছেন, 'মালয়েশিয়ায়সেকেন্ড হোমে অবৈধভাবে অর্থ পাচার বর্তমানেবাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। এরই মধ্যেআমরা বেশকিছু তথ্য পেয়েছি। আশা করা হচ্ছেঅবৈধভাবে বিনিয়োগকারীদের ধরতে আগামী তিনমাসের মধ্যেই বাংলাদেশ-মালয়েশিয়া সমঝোতাচুক্তি স্বাক্ষর হবে।' তিনি বলেন, 'দুদকজাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশন আনকাকেরসদস্য। সে সূত্রেই মালয়েশিয়ার সঙ্গে চুক্তিকরার চেষ্টা চলছে। ইতিমধ্যে এ লক্ষ্যে আমরাইমিগ্রেশনে চিঠি দিয়েছি। মন্ত্রিপরিষদেও এবিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করি জুনেরমধ্যেই সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে।' উৎসঃবাংলাদেশ প্রতিদিন

শেয়ার করুন

পাঠকের মতামত