মনোনয়নপত্র ছিনিয়ে নিল আ'লীগ ক্যাডাররা
সিটি কর্পোরেশন নির্বাচন
তাহলে কি সমান সুযোগ আছে ?
আওয়ামী লীগ ক্যাডাররা মনোনয়নপত্র ও
ব্যাংকের পেঅর্ডার ছিনিয়ে নেয়ায় ঢাকাদক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ৫৭নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতেপারলেন না বিএনপি নেতা হাজী মনির হোসেন।রোববার বিকাল পৌনে ৫টার দিকে গুলিস্তানেরমহানগর নাট্যমঞ্চে স্থাপিত রিটার্নিংকর্মকর্তার কার্যালয়ের সামনে প্রতিপক্ষগ্রুপের লোকজন তার মনোনয়নপত্র ও পেঅর্ডারছিনিয়ে নিয়ে যায়।কাউন্সিলর প্রার্থী হাজী মনির হোসেনসাংবাদিকদের কাছে অভিযোগ করেন, একইওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলরপ্রার্থী সাঈদুল মাতবরের ক্যাডাররারিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই এঘটনা ঘটিয়েছে।জানা গেছে, রোববার বিকাল পৌনে ৫টার দিকেকামরাঙ্গীরচর থানা বিএনপির সভাপতি হাজীমনির হোসেনের পক্ষে থানা বিএনপির সিনিয়রসহসভাপতি খন্দকার আবুল কালাম আযাদগুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে মনোনয়নপত্র জমাদিতে যান। এ সময় তার ওপর হামলা চালিয়েমনোনয়নপত্র নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। একারণে মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলেদাবি করেন মনির হোসেন।
শেয়ার করুন