গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ
বাংলাদেশে গরু না পাঠালে ৩১ হাজার কোটি রুপি ক্ষতি হবে ভারতের
বাংলাদেশে গরু অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ
করলে ভারতের বছরে ৩১ হাজার কোটিরুপি ক্ষতি হবে। এক রিপোর্টে এ তথ্যজানিয়েছে ভারতের প্রভাবশালী দ্যটাইমস অব ইন্ডিয়া।রিপোর্টে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীরাজনাথ সিং বুধবার বিএসএফ সদস্যদেরবাংলাদেশে গরু অনুপ্রবেশ পুরোপুরি বন্ধকরার নির্দেশ দিয়েছেন যাতেবাংলাদেশে গরুর মাংসের দাম বেড়ে যায়এবং বাংলাদেশীরা গরু খাওয়া বন্ধ করেদেয়। কিন্তু বিএসএফ এই আদেশ পুরোপুরিবাস্তবায়ন করলে ভারতকে বছরে আরো ৩১হাজার কোটি রুপির হিসেব গুনতে হবে।এই অতিরিক্ত অর্থ খরচ হবে ভারতেরবিভিন্ন গো-শালায় রয়ে যাওয়া প্রায়সোয়া এক কোটি গরুর লালন পালনে।ভারতে শিশুদের পুষ্টির চাহিদা পুরণে যেবরাদ্দ রয়েছে, তার চারগুণ খরচ হবে গরুরক্ষণাবেক্ষণে।রিপোর্টে আরও বলা হয়, প্রতি বছর ভারতথেকে বাংলাদেশে গড়ে ২৫ লাখের মতো গরুপ্রবেশ করে। এই গরু প্রবেশে অনুমতিদেয়ার নামে ব্যবসায়ীদের কাছ থেকেবিএসএফ অর্থ নিয়ে থাকে, যা বিএসএফবরাবর অস্বীকার করে আসছে। তবে সূত্রবলছে, এই লেনদেন হওয়া অর্থের অঙ্কটারকারণেই ভারত-বাংলাদেশ সীমান্তে গরুপ্রবেশ ঠেকানো রীতিমতো অসম্ভব হয়েউঠেছে।
News Desk
শেয়ার করুন