৮ জুলাই ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পপ্রধান হালুক গরগুন
মেঘালয়ে কারফিউ, তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে ইমিগ্রেশন বন্ধ
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মেঘালয় রাজ্যে গণবিক্ষোভ ও কার্ফ্যুর কারণে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে শুক্রবার সকাল থেকে ভারতে ইমিগ্রেশন(যাত্রী পারাপার) বন্ধ রয়েছে।
সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ডিএসবি) আনিসুর রহমান খান জানান, নিরাপত্তাজনিত কারণে তামাবিল দিয়ে ইমিগ্রেশন বন্ধ রয়েছে। তবে, জকিগঞ্জ ও শেওলা সীমান্ত দিয়ে ইমিগ্রেশন চালু আছে । বিক্ষোভ শিথিল হলে ইমিগ্রেশন চালু হতে পারে। পণ্য পরিবহন স্বাভাবিক থাকার বিষয়টি তিনি নিশ্চিত করেন।
তামাবিল ইমিগ্রেশনের জনৈক দায়িত্বশীল কর্মকর্তা জানান, শুক্রবার সকাল ৮টা থেকে যথারীতি ইমিগ্রেশন শুরু হয়। কয়েকজন যাত্রীর ইমিগ্রেশনও সম্পন্ন করা হয়। এরপর জানতে পারি, ভারতীয় কর্তৃপক্ষ কাউকে মেঘালয়ে ঢুকতে দিচ্ছে না। সকাল সাড়ে ৯টায় ভারতের পক্ষ থেকে তাদেরকে কারো ইমিগ্রেশন ইস্যু না করতে অনুরোধ করা হয়। এরপর তারা ইমিগ্রেশন বন্ধ রাখেন। আগামীকাল শনিবারও ইমিগ্রেশন বন্ধ থাকতে পারে।
প্রসঙ্গত, নতুন নাগরিকত্ব আইনের(এনআরসি) প্রতিবাদে গত দুদিন থেকে ভারতের উত্তরপূর্ব রাজ্যগুলো, বিশেষ করে আসাম ও মেঘালয় রাজ্যে সহিংস বিক্ষোভ চলছে।
শেয়ার করুন