৮ জুলাই ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পপ্রধান হালুক গরগুন
ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রেজাবুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার ভোররাতে হরিপুর উপজেলার বেতনা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ গুলিতে আহত হয় ওই যুবক। পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে সকাল ১১টায় তার মৃত্যু হয় বলে জানান হরিপুর উপজেলার ৭ ক্যাম্পের প্রধান নায়েব সুবেদার আব্দুস সালাম।
নিহত রেজাবুল ইসলাম হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের বহরমপুর গ্রামের বদরুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: স্যার আবেদকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
বিজিবি জানায়, হরিপুর উপজেলার বেতনা সীমান্ত দিয়ে কয়েকজন যুবক ভারতে গরু আনতে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অন্যরা পালিয়ে আসলেও রেজাবুল ইসলাম বিএসএফের গুলিতে আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেয়ার করুন