কওমী মাদরাসা নয় আবুল মাল মুহিতরা-ই বিপজ্জনক: মাওলানা ইসলামাবাদী
কওমী মাদরাসা নয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল
মুহিতের মত মন্ত্রীরাই এই দেশের জন্য বিপজ্জনকবলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামবাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকমাওলানা আজিজুল হক ইসলামাবাদী।‘কওমী মাদ্রাসা অ্যান্ড ইট’স সিসটেম আরটেরিবলি ডেঞ্জারাস’ অর্থমন্ত্রীর এমন বক্তব্যেরতীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাওলানাইসলামাবাদী বলেন, বিগত দুইশত বছর ধরে এইউপমহাদেশে নীতি-নৈতিকতা সম্পন্ন ও আদর্শবানদেশপ্রেমী সুনাগরিক গঠনে সবচেয়ে বলিষ্ঠভূমিকা রাখা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে শুধুমাত্রমূর্খরাই এমন মন্তব্য করতে পারে।তিনি বলেন, কওমী মাদরাসার শিক্ষা ব্যবস্থা বাকওমী মাদরাসার ছাত্ররা নয়, বরং যারা বিদেশীঅপশিক্ষায় শিক্ষিত হয়ে বিদেশী প্রভুদের লক্ষ্যবাস্তবায়নে ব্যস্ত তারাই এই দেশ ও জাতীর জন্যবিপদজনক।তিনি অর্থমন্ত্রীকে এ জাতীয় বক্তব্য দিয়ে দেশেরমানুষকে বিভ্রান্ত না করার আহ্বান জানান।
শেয়ার করুন