অভ্যন্তরীণ রুটে বাংলাদেশ বিমানের টিকেট অর্ধেক দামে - যে কোন রুটে ২৩৭৫ টাকা
দেশের সাতটি রুটে
বেসরকারি এয়ারলাইন্সে অর্ধেক ভাড়ায়যাতায়াতের সুযোগ করে দিয়েছে বিমানবাংলাদেশ এয়ারলাইন্স।সাথে রয়েছে ছবির তে দেখানো রেট অনুযায়ী বিশেষ অফারও রয়েছে। যে কোন রুটে ২৩৭৫ টাকা। প্রায় আড়াই বছর পর আগামী ৬ এপ্রিল থেকে চালুহতে যাচ্ছে, বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট। ওইদিনএক সঙ্গে পাঁচটি অভ্যন্তরীণ রুটে পেখম মেলবেবিমান।এ জন্য বুধবার থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে।গত ১৯ ফেব্রুয়ারি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট ফেরচালুর ঘোষণা দেয় বিমান।বিমানের সেলস অফিস সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম রুটের ভাড়া হবে মাত্র চার হাজারটাকা। ঢাকা-কক্সবাজার পাঁচ হাজার ৫০০ টাকা,ঢাকা-সিলেট তিন হাজার দুইশ টাকা, ঢাকা-রাজশাহী, ঢাকা-সৈয়দপুর ও ঢাকা-যশোর রুটেরভাড়া তিন হাজার পাঁচশ টাকা, ঢাকা-বরিশালতিন হাজার টাকা, চট্টগ্রাম-কক্সবাজার দুইহাজার দুইশ টাকা। সব ভাড়াই ওয়ানওয়ে এবংট্যাক্সসহ এ ভাড়া নির্ধারণ করা হয়েছে।বিমান চলাচল খাত সংশ্লিষ্টরা বলছেন,অভ্যন্তরীণ রুটগুলোতে বিমান যে ভাড়া ঘোষণাকরেছে, তা দেশে ফ্লাইট পরিচালনা করা সবগুলোবেসরকারি এয়ারলাইন্সের প্রায় অর্ধেক ভাড়া।বিমানের নির্ভরযোগ্য সূত্র জানায়, এসব রুটগুলোতেবিমানের ভাড়া আরো কম ছিল। কিন্তু বেসরকারিএয়ারলাইন্সগুলোর চাপে পরবর্তীতে বিমানকর্তৃপক্ষ ভাড়া কিছুটা বৃদ্ধি করে।তাছাড়া বিমান ভাড়া আনুষ্ঠানিকভাবে ঘোষণাকরার কথা ছিল। কিন্তু একই চাপে এ ক্ষেত্রেঅনেকটা গোপনীয়তা রক্ষা করা হয়েছে।বিমানের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ওপ্রধান নির্বাহী কর্মকর্তা কাইল হেউড বলেন,অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর ফলে বিদেশ থেকেআসা যাত্রীরা সহজেই দেশের বিভিন্ন রুটের সঙ্গেআকাশপথেই সংযুক্ত হতে পারবেন। এতে বিমানেরব্যবসার সঙ্গে সঙ্গে পর্যটনের প্রবৃদ্ধিও বাড়বে।সপ্তাহে ঢাকা-কক্সবাজার রুটে ছয়টি ফ্লাইট,ঢাকা-যশোরে পাঁচটি, ঢাকা-রাজশাহীতে তিনটি,ঢাকা-সৈয়দপুর ও ঢাকা-বরিশালে দুটি করে ফ্লাইটপরিচালনা করবে জাতীয় পতাকাবাহীএয়ারলাইন্স।এর বাইরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটেসপ্তাহে ২৫টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনারপরিকল্পনা রয়েছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম ওঢাকা-সিলেটে কানেক্টিং ফ্লাইট যথারীতি চালুথাকবে। প্রয়োজন হলে এসব কানেক্টিং ফ্লাইটেরসংখ্যা বাড়ানো হবে।অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে ৭৪আসনের ড্যাশ-৮ কিউ-৪০০ উড়োজাহাজ দিয়ে। এরইমধ্যে উড়োজাহাজ দুটি বিমানের বহরে যুক্তহয়েছে।বিমান সূত্রে জানা গেছে, গেল বছরের শেষেরদিকে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স এরইমধ্যে মিশর থেকে দুটি ড্যাশ-৮ কিউ ৪০০ নেক্সটজেনারেশন উড়োজাহাজ লিজ নেওয়ার প্রক্রিয়াচূড়ান্ত করে।২০১২ সালে বিমানের অভ্যন্তরীণ রুটের জন্যউপযোগী এফ-২৮ উড়োজাহাজ উড্ডয়ন অনুপযোগীঘোষণা করে।এরপর থেকেই বিমানের অভ্যন্তরীণ সব ফ্লাইট বন্ধহয়ে যায়। বর্তমানে কানেক্টিং ফ্লাইটেরমাধ্যমে বিমানের কিছু যাত্রী সিলেট ও চট্টগ্রামযেতে পারেন। তবে এটি আদৌ অভ্যন্তরীণ ফ্লাইটনয়।
শেয়ার করুন