ভারত সফরে রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ
ভারত সফরের সময় রাষ্ট্রপতি মো. আবদুল
হামিদের নিরাপত্তা ব্যবস্থা মারাত্মকত্রুটিপূর্ণ ছিল বলে অভিযোগ করেছেবাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেপাঠানো অভিযোগপত্রে বলা হয়, রাষ্ট্রপতিভারত সফরের একপর্যায়ে আগ্রার তাজমহলপরিদর্শনের সময় তাকে ভিভিআইপির গাড়িরসুবিধা দেয়া হয়নি এবং তাকে যে হোটেলেরাখা হয়েছিল, সেখানকার নানা ব্যবস্থাও ছিলত্রুটিযুক্ত। বিশেষ করে ব্যাটারিচালিতসাধারণ মানের যে গাড়িতে রাষ্ট্রপতিকেতাজমহল পরিদর্শনে নিয়ে যাওয়া হয়, সেটিতেমারাত্মকভাবে তার নিরাপত্তা বিঘ্নিত হয়।শুক্রবার টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত একখবরে এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরাহয়েছে।বাংলাদেশের এ অভিযোগের পরিপ্রেক্ষিতেভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়থেকে আগ্রা পুলিশ ও উত্তরপ্রদেশের নিরাপত্তাসংস্থার কাছে তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে।ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপসচিব প্রণব বিশ্বাস উত্তরপ্রদেশও রাজস্থানের মুখ্য সচিবের কাছে চিঠি লিখেতদন্ত প্রতিবেদন চেয়েছেন বলেও ওই খবরে উল্লেখকরা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশেরপররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে,‘রাষ্ট্রপতি আবদুল হামিদ ২০১৪ সালের ১৮ থেকে২৩ এপ্রিল দিল্লি, জয়পুর, আজমির, কলকাতা ওশান্তিনিকেতন সফর করেন। তার এ সফর কোনোঅঘটন ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়। কিন্তু এসময় কিছু নিরাপত্তা-ঘাটতি পরিলক্ষিত হয়।আগ্রায় এই ভিভিআইপির পরিদর্শনকালে সাধারণব্যাটারিচালিত গাড়ি সরবরাহ করা হয়। হোটেলওবেরয় অমরবিলাসে তিনি অবস্থানকালে লিফটওঠিকমতো কাজ করেনি।’ রাষ্ট্রপতিকে বহনের জন্যযে সাধারণ মানের ব্যাটারিচালিত গাড়ি দেয়াহয়েছিল, সেটি ‘গলফ গাড়ি’ নামে পরিচিত। এটিকোনো ভিআইপি বা ভিভিআইপি পরিবহনের জন্যব্যবহার হয় না।এই চিঠির পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশ সরকারেরস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব বাবু লাল টাইমসঅব ইন্ডিয়াকে জানান, বাংলাদেশেরপ্রেসিডেন্টের সফরকালে নিরাপত্তার ত্র“টিরঅভিযোগটি তদন্ত করে বিস্তারিত প্রতিবেদনদেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ প্রসঙ্গেআগ্রার এসএসপি রাজেশ মোদক বলেন, তদন্তপ্রতিবেদন ইতিমধ্যে তৈরি করা হয়েছে এবংযথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
শেয়ার করুন