সিটি নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত, থাকবে ২৬ থেকে ২৯ এপ্রিল
অবশেষে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম
সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের
সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২৬
এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সেনা মোতায়েন
থাকবে। সিটি করপোরেশন নির্বাচনে রিজার্ভ
এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা বাহিনী
মাঠে থাকবে। মঙ্গলবার নির্বাচন কমিশনার মো.
শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীর সঙ্গে ১৯ এপ্রিল আমরা
বৈঠক করেছি। সবাই পরিস্থিতি ভাল বলেছেন।
তারপরও নির্বাচন নিয়ে যাতে জনমনে কোনো
ভীতি কাজ না করে এ জন্য সেনা মোতায়েনের
নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও
বলেন, নিয়মিত বাহিনীর পাশাপাশি
সেনাবাহিনী রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স
হিসেবে দায়িত্ব পালন করবে। প্রসঙ্গত, আগামী
২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম
সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
শেয়ার করুন