খালেদা জিয়ার গাড়িবহরে হামলার করে, উল্টে আওমীলিগ মামলা করলো বিএনপি,র নামে – হায় সেলুকাস ! কি বিচিত্র বাংলাদেশ ।
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগ
( ২১ শে এপ্রিল সোমবারের ছবি)
বাংলাদেশের রাজধানী ঢাকায় বিএনপির
চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার
ঘটনায় মামলা করেছেন স্থানীয় আওয়ামী লীগের
এক নেতা।
পুলিশ বলছে খালেদা জিয়ার গাড়িবহরের সাথে
থাকা বিএনপির কর্মীরা আওয়ামী লীগের
কর্মীদের ওপর হামলা করার অভিযোগ এনে মামলা
করেছেন ২৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের
সভাপতি।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল
ইসলাম বিবিসি বাংলাকে জানান ঢাকা
মহানগরের ২৬নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের
সভাপতি জহিরুল হক জিল্লুর এই মামলায় বিএনপির
অজ্ঞাত ১০০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
করেন।
গতকাল ঢাকার কারওয়ানবাজার এলাকায় বিএনপির
নেত্রী খালেদা জিয়া নির্বাচনী প্রচারণা
চালাতে গেলে ৪০-৫০ জনের একটি দল 'জয় বাংলা'
'কারওয়ান বাজারের মাটি আওয়ামী লীগের ঘাঁটি'
এধরনের স্লোগান দিয়ে তার গাড়িবহরের ওপর
হামলা চালিয়েছে এধরণের অভিযোগ করে
বিএনপি।
বিএনপি অভিযোগ করছে খালেদা জিয়ার ব্যক্তিগত
নিরাপত্তার দায়িত্বে যেসব কর্মী ছিলেন তাদের
গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে মামলার বাদী আওয়ামী লীগের সভাপতি
জহিরুল হক জিল্লুর বলেছেন আওয়ামী লীগের নেতা-
কর্মীরা ঐ একই সময় একই এলাকায় আওয়ামী লীগ
সমর্থিত প্রার্থী আনিসুল হকের পক্ষে প্রচারণা
চালাতে গেলে বিএনপির কর্মী এবং খালেদা
জিয়ার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে যেসব
কর্মী ছিলেন তারা তাদের ওপর চড়াও হন।
গতকালের ঐ ঘটনার প্রতিবাদে বিএনপি ঢাকা ও
চট্টগ্রাম নগর বাদে বুধবার সারাদেশে সকাল-
সন্ধ্যা হরতাল ডেকেছে।
শেয়ার করুন