আপডেট :

        সমুদ্র বাণিজ্যে নতুন ফি: বন্দরে অতিরিক্ত খরচের ঘোষণা

        বাংলাদেশী শর্ট ফিল্ম 'নিশি'র EMA জয়

        মিরাজের প্রশংসা: বাংলাদেশ দলের খেলায় রয়েছে সম্ভাবনা

        পুলিশের বাধা অতিক্রম করে শাহবাগ ব্লকেড: ভাতা বৃদ্ধি ও জাতীয়করণের দাবিতে শিক্ষকরা অটল

        গাজায় স্থায়ী শান্তির পথে: ট্রাম্প দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুর ঘোষণা দেন

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট

        ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে হেলিকপ্টার দুর্ঘটনা: আহত ৫ জন হাসপাতালে

        প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত সাবেক প্রেসিডেন্ট বাইডেনের রেডিয়েশন থেরাপি চলছে

        টেনেসিতে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: ১৬ জনের মৃত্যুর আশঙ্কা, কেউ বেঁচে নেই

        মিসিসিপিতে ফুটবল খেলার পর গণগুলি: নিহত ৪, আহত ১২

        পুতিনের মন্তব্য: ট্রাম্প বঞ্চিত হওয়ায় নোবেল পুরস্কারের মর্যাদা ক্ষুণ্ণ

        সমুদ্রের তলায় ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি

        ইশরাক হোসেনের জীবনের নতুন অধ্যায়: কে তিনি বিয়ে করছেন?

        জ্বালানি উপদেষ্টা বলেন, এলপিজি সিলিন্ডারের মূল্য রাখতে হবে ১ হাজার টাকার মধ্যে

        চুয়েটের ‘টিম এসরো’ নাসার গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ ২০২৫-এর বিশ্বজয়ী

        নির্বাচনের ফেব্রুয়ারি তাং নিয়ে মানুষের মধ্যে অবিশ্বাস: মন্তব্য

        সিরিজে রশিদের স্পিনে বাঙালিরা হেরেছে

        আসল নকল মিলছে? আপনার ফোন নকল কিনা জানতে এই উপায়গুলো অনুসরণ করুন

        হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ডেঙ্গুতে মৃত্যুর হার ১ থেকে ৩৮

        দারুল উলুম দেওবন্দ পরিদর্শনে তালেবান পররাষ্ট্রমন্ত্রী, উষ্ণ অভ্যর্থনা

সাবেক সেনাবাহিনীর কর্মকর্তাকে পিটিয়ে ভর্তা করলো ছাত্রলীগ

সাবেক সেনাবাহিনীর কর্মকর্তাকে পিটিয়ে ভর্তা করলো ছাত্রলীগ

খালেদা জিয়ার গাড়িতে ছাত্রলীগের হামলা

নির্বাচনী প্রচারে নেমে তৃতীয় দিনের মতো হামলার
স্বীকার হল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারগাড়িবহর। বুধবার বিকালে বাংলামোটরে ছাত্রলীগেরক্যাডাররা লাঠিসোটা, রড ও হকিস্টিক নিয়ে খালেদাজিয়ার গাড়ির ওপর চড়াও হয়। এতে গাড়িটির বামদিকেরগ্লাসটি ভেঙে যায়। খালেদা জিয়া এ গ্লাসের সামনেরসিটে বসে ছিলেন। গাড়ির বাম দিকে বাম্পারও ভেঙেরাস্তাতে পড়ে থাকতে দেখা যায়। হামলায় বিএনপিচেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, ব্যক্তিগতনিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট (অব.) শামিউল,আতিকুর রহমান, নিরাপত্তা বাহিনীর একটি গাড়ির চালকআবদুল মান্নানসহ কয়েকজন আহত হন। এদের মধ্যেশামিউলের অবস্থা আশংকাজনক। তাকে প্রথমে ঢাকামেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকেইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক মামুনুর রশিদ ও সাংগঠনিক সম্পাদকমশিউর রহমান রুবেলের নেতৃত্বে এ হামলা চালানো হয়।ছাত্রলীগের নেতাকর্মীরা রড, লাঠিসোটা নিয়ে অতর্কিতেহামলা চালায়। এ সময় কেউ কেউ গাড়ি লক্ষ্য করেইটপাটকেলও নিক্ষেপ করে। হামলাকারীদের কয়েকজনের কাছেআগ্নেয়াস্ত্র দেখা যায়। হামলার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়এলাকা থেকে একদল যুবক দৌড়ে শাহবাগ হয়েবাংলামোটরের দিকে যায়। এ সময় তাদের হাতে দেশীয়অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা ছিল। হামলার পর তাদেরবিশ্ববিদ্যালয় এলাকার দিকে যেতে দেখা যায়।খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছেবলে অভিযোগ করেছে বিএনপি। বুধবার সন্ধ্যায় নয়াপল্টনেদলের কেন্দ্রীয় কার্যালয় তাৎক্ষণিক এক প্রেস ব্রিফিংয়েদলটির নেতারা বলেন, আইনশৃংখলা বাহিনীর সহায়তা ছাড়া এহামলা হতে পারে না। তারা দাবি করেন পুলিশের সহায়তায়ছাত্রলীগের কেন্দ্রীয় একাধিক নেতার নেতৃত্বে এ হামলাচালানো হয়। অবিলম্বে দোষীদের গ্রেফতার দাবি করা হয়।একই সঙ্গে খালেদা জিয়ার নিরাপত্তা বাড়ানোর দাবিজানানো হয়। অব্যাহত হামলার পরও খালেদা জিয়ারগণসংযোগ অব্যাহত থাকবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানোহয়। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৯ পর্যন্ত প্রায় সাড়ে তিনঘণ্টা অফিসে অবস্থান শেষে তিনি গুলশান বাসার উদ্দেশেরওয়ানা হন। বহরে বিএনপির কয়েক হাজার নেতাকর্মীখালেদা জিয়ার গাড়ি কর্ডন করে রাখে। খুব ধীরগতিতেবহরের গাড়ি চলে।মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপিসমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ফকিরাপুলেগণসংযোগ শেষে নয়াপল্টনের দিকে আসার পথেকাঁচাবাজারসংলগ্ন এলাকায় সরকার সমর্থকদের হামলারশিকার হয় খালেদা জিয়ার গাড়িবহর। এর আগে সোমবারপ্রচারে নেমে কারওয়ান বাজারে খালেদা জিয়ার পথসভা ওগাড়িবহরে সরকার সমর্থক নেতাকর্মীরা হামলা চালায়। এরআগে উত্তরায় গণসংযোগকালে খালেদা জিয়াকে কালোপতাকা প্রদর্শন করে সরকার সমর্থকরা।বুধবার বিকাল ৪টা ৪৭ মিনিটে গুলশানের বাসা থেকে পঞ্চমদিনের মতো গণসংযোগে বের হন খালেদা জিয়া। বনানী-মহাখালী, ফার্মগেট, কারওয়ান বাজার হয়ে তার গাড়ি বিকাল৫টা ২০ মিনিটে বাংলামোটরে ট্র্রাফিক সিগন্যালে আটকাপড়ে। সিগন্যাল উঠলে গাড়ি রওনা হওয়ার সময়বাংলামোটরের কনকর্ড টাওয়ারের সামনে ৩০-৪০ নেতাকর্মী‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ছি ছি খালেদা ইত্যাদি স্লোগানদিয়ে খালেদা জিয়ার গাড়ির দিকে এগিয়ে এসে লোহার রড,লাঠি ও ক্রিকেট স্টাম্প দিয়ে অতর্কিত হামলা চালায়।খালেদা জিয়ার পাশে সেলিমা রহমান বসা ছিলেন। লাঠিরআঘাতে খালেদা জিয়ার গাড়ির বাম পাশের পেছনের দিকেরগ্লাস ভেঙে যায়। এছাড়া বামপাশের চাকার ওপরে মার্কারভেঙে যায়। এরই মধ্যে খালেদা জিয়ার গাড়িবহর তারনিরাপত্তা কর্মীরা ঘিরে রেখে দৌড়াতে দৌড়াতে এগোতেথাকে। হামলাকারীরা এর পরপরই সিএসএফসহ গণমাধ্যমেরগাড়ির ওপরও চড়াও হয়। এতে সিএসএফ ৪টি গাড়িসহবেসরকারি টেলিভিশনের একটি গাড়ির গ্লাস ভেঙে যায়।সিগন্যাল শেষে গাড়ি চলতে থাকলে খালেদা জিয়ার ব্যক্তিগতনিরাপত্তা কর্মকর্তা সামিউল ও আতিকুর রহমান গাড়িতেউঠতে পারেননি। এ সময় দৌড়ে গিয়ে হামলাকারীরা দু’জনকেএলোপাতাড়ি পেটাতে শুরু করে। প্রথম দফায় হামলাকারীদেরহাত থেকে দৌড়ে পুলিশের গাড়িতে ওঠার চেষ্টা করে ব্যর্থহন তারা। দ্বিতীয় দফায় তাদের দু’জনকে আবারও বেদমপেটানো হয়। তৃতীয় দফায় অন্য আরেকটি গাড়িতে উঠতেব্যর্থ হয়ে মাটিতে পড়ে যান তারা। এ সময় হামলাকারীরাআবারও তাদের পেটাতে থাকে। সেখানে উপস্থিত কয়েকজনপুলিশ সদস্য হামলাকারীদের বারবার ফেরানোর চেষ্টা করেওব্যর্থ হয়। হামলাকারীদের নিবৃত্ত করতে না পেরে এক পুলিশকর্মকর্তা আগ্নেয়াস্ত্র বের করার প্রস্তুতি নেন। পরেলোকজন এসে তাদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজহাসপাতালে নিয়ে যায়। এদিকে খালেদা জিয়ার চলন্তগাড়িবহর হামলার সময় ধাক্কায় ছাত্রলীগের দুই কর্মী পড়েগিয়ে আহত হন।পরে খালেদা জিয়ার গাড়িবহর সরাসরি নয়াপল্টনে বিএনপিরকেন্দ্রীয় কার্যালয়ে যায়। ৫টা ৩৫ মিনিটে কার্যালয়েরউল্টোপাশে এসে তার গাড়ি থামে। পরে ফকিরাপুল মোড়ঘুরে ৫টা ৫৪ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেচেয়ারপারসনকে বহনকারী গাড়ি। এ সময় গাড়ি থেকে নেমেখালেদা জিয়া হাত দিয়ে ভাঙা জায়গা দেখেন। পরে কেন্দ্রীয়কার্যালয়ের দোতলায় অবস্থিত তার কক্ষে যান । এ সময়চেয়ারপারসনের সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যানসেলিমা রহমান, বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুররহমান শিমুল বিশ্বাস ও মাহবুব আলম ডিউ, মহিলা দলেরসভাপতি নুরে আরা সাফা, শিরীন সুলতানা, সুলতানাআহমেদ, শামা ওবায়েদ, ছাত্রদলের সভাপতি রাজিবআহসান প্রমুখ।বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলার খবর পেয়েনয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন বিএনপিরস্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে.(অব. ) মাহবুবুর রহসান, আ স ম হান্নান শাহ,চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুবহোসেন, ব্যারিস্টার শাহজাহান ওমর, যুবদল সভাপতিমোয়াজ্জেম হোসেন আলাল, মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলেরসাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, কেন্দ্রীয় নেতাহেলেন জেরিন খান, রেহানা আক্তার রানু, সৈয়দা আসিফাআশরাফি পাপিয়া, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুলহাসান, আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক প্রফেসরএমাজউদ্দীন আহমেদ, সদস্যসচিব শওকত মাহমুদ, অধ্যাপকমাহবুবউল্লাহ, সাংবাদিক শফিক রেহমান, মাহফুজউল্লাহসহবিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।‘খালেদা জিয়ার ওপর হামলা কেন, শেখ হাসিনা জবাব চাই’,‘খালেদা জিয়া এগিয়ে চল, আমরা আছি তোমার সাথে’কার্যালয়ের বাইরে নেতাকর্মীরা নানা স্লোগান দেয়। পরেসিনিয়র নেতাদের নিয়ে বৈঠক করেন খালেদা জিয়া। বৈঠকশেষে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন খন্দকারমাহবুব হোসেন।নির্বাচনী প্রচারের সময় খালেদা জিয়ার গাড়িবহরে পরপরতিনদিন হামলার পরও তিনি প্রচার অব্যাহত রাখবেন কিনাসাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, যতইঝড়ঝঞ্ঝা আসুক না কেন সিটি নির্বাচনে দলীয় প্রার্থীদেরসমর্থনে খালেদা জিয়া নির্বাচনী প্রচারণা অব্যাহতরাখবেন। দেখি সরকার কতটা হিংস্র হতে পারে। জনগণবিএনপির সঙ্গে আছে। সিটি নির্বাচনে জনগণ ভোট দেয়ারসুযোগ পেলে আমাদের বিজয় সুনিশ্চিত। সরকারকে হুশিয়ারিদিয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়ার নিরাপত্তায় সরকারকেআরও সতর্ক হতে হবে। তা না হলে সরকারের যে পরিণতিহওয়ার তাই হবে।’নির্বাচনে বিএনপির অংশ নেয়ায় সরকার উন্মাদ হয়ে গেছেমন্তব্য করে তিনি বলেন, বাকশাল কিংবা একদলীয় শাসনচাইলে স্পষ্ট করে বলুন আমরা আমাদের পথ বেছে নেব।জনগণ উত্তেজিত হলে কোনো স্বৈরাচার পার পায়নি।ছাত্রলীগের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন,‘সোনার ছেলেরা পুলিশ ছাড়া আসুন।’ দলীয় নেতাকর্মীদেরগণতান্ত্রিক আন্দোলনে শামিল হওয়ার জন্য রাজপথে নেমেআসার আহ্বান জানান চেয়ারপারসনের এ উপদেষ্টা।

শেয়ার করুন

পাঠকের মতামত