কুবির ছাত্রলীগ ক্যাডার সবুজ অস্ত্রসহ গ্রেফতার
সন্ত্রাসী ক্যাডার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন
বিভাগের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র ও ছাত্রলীগক্যাডার ইলিয়াস হোসেন সবুজকে অস্ত্রসহ গ্রেফতারকরেছে র্যাব। শুক্রবার দুপুরে কোটবাড়ি সালমানপুরএলাকা থেকে ২ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশীরিভলবার ও মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করাহয়। বিকাল ৪টায় র্যাবের কুমিল্লাস্থ কার্যালয়ে একসংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেনকুমিল্লাস্থ র্যাব-১১-এর এএসপি মো. নাজিমউদ্দিন আল আজাদ। এদিকে সবুজকে গ্রেফতারেরপ্রতিবাদে তার সমর্থকরা দুপুর ২টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি মোড়ে অবরোধ করে।খবর পেয়ে অবরোধস্থলে ছুটে যান কুবির রেজিস্ট্রারমজিবুর রহমান মজুমদার, প্রক্টর আইনুল হক, হাইওয়েপুলিশ সুপার রেজাউল করিমসহ প্রশাসনের কর্মকর্তারা।গ্রেফতারকৃত সবুজকে শুক্রবারের মধ্যে আদালতে সোপর্দকরা হবে এ শর্তে বিকাল সাড়ে ৪টার দিকে মহাসড়ক থেকেঅবরোধ তুলে নেয় সবুজের সমর্থকরা। এর আগে ২০১১সালের ২৪ জানুয়ারি পরীক্ষায় অবৈধভাবে অধিক নম্বরদিতে অস্বীকৃতি জানানোয় লোক প্রশাসন বিভাগেরতৎকালীন প্রথম ব্যাচের ছাত্র ও ছাত্রলীগ ক্যাডারইলিয়াস হোসেন সবুজ একই বিভাগের শিক্ষক মশিউররহমানের বাসায় হামলা চালায়। শিক্ষকদের দাবিরপরিপ্রেক্ষিতে এবং তদন্ত কমিটির সুপারিশেরভিত্তিতে একই বছরের ৩ ফেব্র“য়ারি ইলিয়াস হোসেনসবুজকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কারকরা হয়েছিল।
শেয়ার করুন