কারচুপির অভিযোগে ৩ সিটিতেই বিএনপির পন্থীদের নির্বাচন বর্জন
কারচুপির অভিযোগে ৩ সিটিতেই
নির্বাচন বর্জন করেছে বিএনপি। সত্যি বলতে গেলে অভিযোগ নয় , বাস্তব সত্য হল ব্যাপক অ ভয়াবহ ভোট কারচুপি জালিয়াতি হয়েছে। এটা যে কোন সাবালক মানুষ ই বুজতেছে অ সংবাদ মাধ্যমে দেখতেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনপ্রত্যাখ্যান করার পর ঢাকার দুই সিটিকর্পোরেশন নির্বাচনও বর্জন করেছেদলটি। নানা অনিয়ম ও কেন্দ্র দখলেরঅভিযোগে বিএনপির স্থায়ী কমিটিরসদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ঢাকারদুই সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনেরঘোষণা দেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয়কার্যালয়ে সংবাদ সম্মেলনে মওদুদআহমেদ বলেন, আমরা নির্বাচন সুষ্ঠু ওঅবাধ হবে বলে আশা নিয়ে নির্বাচনেঅংশ নিয়েছিলাম। কিন্তু সরকার,নির্বাচন কমিশন, র্যাব-পুলিশ একাকারহয়ে গেছে। নির্বাচনে ৫ শতাংশভোটা্রও এখন পর্যন্ত ভোট দিতে পারেনি।অথচ বেলা ১২টার আগেই অনেক কেন্দ্রেভোট শেষ হয়ে গেছে বলে ভোট দিতেগিয়ে ভোটাররা ফেরত আসেন। তিনি আরোবলেন, নির্বাচনকে ঘিরে রাষ্ট্র একদলীয়ফ্যাসিবাদ আচরণ করেছে। নির্বাচনকেসরকার প্রহসনে পরিণত করেছে।সংবাদ সম্মেলনে ঢাকা সিটি উত্তরেরমেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ঢাকাদক্ষিণের মেয়রপ্রার্থী মির্জা আব্বাসেরপক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস উপস্থিতছিলেন। মওদুদ আহমেদের নির্বাচন বর্জনঘোষণার আনুষ্ঠানিক বক্তব্য শেষ হলেতাবিথ আউয়াল ও মির্জা আব্বাসের পক্ষেতার স্ত্রী নির্বাচনের শুরুতে বিভিন্নকেন্দ্র পরিদর্শণে গিয়ে বড় ধরণেরঅনিয়ম, কেন্দ্র থেকে এজেন্ট বের করেদেয়া, জালভোট ও ভোটারদের ভোটে বাধাপ্রদানের কথা উল্লেখ করেন। তারাবলেন, এসব বিষয়ে কেন্দ্র সংশ্লিষ্টকর্মকর্তা ও আইনশৃংখলা বাহিনীরদায়িত্বপ্রাপ্তদের কাছে অবহিত করেকোন ফল পাওয়া যায়নি। পরে নির্বাচনকমিশন কর্মকর্তাদের বিয়য়গুলো অবহিতকরেও আমরা কোন পদক্ষেপ দেখিনি। বরংবেলা বাড়ার সাথে সাথে সরকার দলসমর্থিত মেয়র প্রার্থীর লোকজন একে একেকেন্দ্র গুলো দখলে নিয়ে নেয়।এর আগে বেলা ১১টা ২০ মিনিটে জালভোট,কেন্দ্র দখলের অভিযোগে মেয়র প্রার্থীএম মনজুর আলমের প্রধান নির্বাচনীএজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী সংবাদসম্মেলন করে চট্টগ্রাম সিটি নির্বাচনবর্জনের ঘোষণা দেন। আমীর খসরুঅভিযোগ করেন, ভোট শুরুর কয়েক ঘণ্টারমধ্যেই আওয়ামী লীগের কর্মীরা নগরের৮০ ভাগ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে নেন।বিএনপি সমর্থক প্রার্থীদের পোলিংএজেন্ট ও কর্মীদের বের করে দেয়া হয়।চট্টগ্রাম বিএনপির সভাপতি বলেন, এরা(আওয়ামী লীগ) যতদিন ক্ষমতায় থাকবে,ততদিন সাধারণ মানুষ আর ভোটাধিকারপ্রয়োগ করতে পারবে না।এদিকে নির্বাচনে নজিরবিহীনঅনিয়মের প্রতিবাদে রাজনীতি থেকেমেয়রপ্রার্থী মনজুর আলম অবসরের ঘোষণাদিয়েছেন। তিনি বলেন, আমি আররাজনীতি করব না। আমি এখন থেকেসমাজসেবা নিয়ে ব্যস্ত থাকব।এর আগে ভোট সুষ্ঠু হচ্ছে না বলে অভিযোগকরেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী এম মনজুর আলম। মঙ্গলবার সকালসাড়ে ৯টায় চট্টগ্রাম হাজী দাউদসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেভোট দেয়ার সাংবাদিকদের এ কথা বলেনমনজুর আলম।তিনি বলেন, ভোট সুষ্ঠু হচ্ছে না। কয়েকটিকেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করেদেয়া হয়েছে। বিষয়টি রিটার্নিংঅফিসারকে জানিয়েছেন বলে জানানতিনি।চট্টগ্রাম সিটি নির্বাচনে ব্যাপককারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগেইসলামিক আন্দোন সমর্থিত প্রার্থী এম এমতিনও নির্বাচন বর্জনের ঘোষণা দেন।অপরদিকে বিএনপি প্রার্থীর নির্বাচনবর্জন বিষয়ে প্রতিক্রিয়ায় আওয়ামী লীগসমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিনবলেন, নির্বাচন বর্জনের মত কোন ঘটনাতার পক্ষ থেকে ঘটেনি। মনজুর পরাজয়নিশ্চিত জেনে ভোট বর্জন করেছে।
শেয়ার করুন