কোনো জবাব দিলেন না সিইসি – হয়ত সরকার বক্তব্যের পাণ্ডুলিপি এখনও দেয়নি!
ইলেকশন কমিশনের মাত্রাতিরিক্ত নির্লজ্জতা !
কোনো অনিয়ম বরদাশত করা হবে না
বলে আগে হুঁশিয়ারি দিলেও ভোটচলাকালে নির্বাচনের পরিবেশনিয়ে কোনো মন্তব্য করলেন নাপ্রধান নির্বাচন কমিশনার কাজীরকিবউদ্দীন আহমদ।ভোটকেন্দ্রে সংঘর্ষ, জালভোট ওএজেন্টদের বের করে দেওয়ার মতোঘটনা রোধে কী করা হচ্ছে জানতেচাইলে তার কোনো জবাব দেননিসিইসি।“আপনারা দেখান, আপনারাদেখান,” শুধু এটুকু বললেন তিনি।মঙ্গলবার সকালে ভোটগ্রহণ শুরুথেকে শেরেবাংলানগরে কমিশনকার্যালয়ে নিজের কক্ষে বসেভোটের খোঁজখবর নেন কাজী রকিব।বেলা ১১টার পরে কমিশন থেকেবেরিয়ে ধানমন্ডির কাকলী উচ্চবিদ্যালয় ও রেসিডেন্সিয়াল স্কুল-কলেজ কেন্দ্র পরিদর্শনে যানতিনি।ততোক্ষণে ঢাকা ও চট্টগ্রামেরবিভিন্ন কেন্দ্রে হামলা, ব্যালটবাক্স ভাংচুর, কেন্দ্র দখল,বোমাবাজি ও জালভোটের খবর চলেআসে গণমাধ্যমে।সার্বিক বিষয়ে জানতেগণমাধ্যমকর্মীরা সিইসিকে প্রশ্নকরলে তার জবাব এড়িয়ে যানতিনি।রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে গণমাধ্যমকর্মীরা প্রশ্ননিয়ে সিইসিকে ঘিরে ধরলেওকোনো জবাব দেননি প্রধাননির্বাচন কমিশনার।কাজী রকিব উদ্দিনের কাছেসাংবাদিকরা কোনো বক্তব্য নাপাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঢাকাদক্ষিণ ও উত্তর এবং চট্টগ্রামসিটি করপোরেশনের ভোট বর্জনকরে বিএনপি।ক্ষমতাসীনদের বিরুদ্ধে কেন্দ্রদখল ও ভোট কারচুপির অভিযোগ এনেতারা এ ঘোষণা দেন।তবে সিইসি মুখ না খুললেওনির্বাচন কমিশনার মো.শাহনেওয়াজ বলেন,“আমাদের কাছে সংবাদ রয়েছে-দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াসুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে।”কি অদ্ভুত দুনিয়া ! যেখানে ব্যাপক ভোট কারচুপি হচ্ছে সেখানে উনি বলছেন “বিচ্ছিন্ন” !বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরাবিভিন্ন অভিযোগে ভোট বর্জনেরঘোষণা দিলেও আইনগতভাবে তারকোনো সুযোগ নেই বলে জানিয়েছেননির্বাচন কর্মকর্তারা।ভোটে অনিয়মের কোনো অভিযোগরিটার্নিং কর্মকর্তার কাছেদেওয়া হয়নি বলে সংশ্লিষ্টরাজানিয়েছেন।বেলা ১২টার দিকে ঢাকা উত্তর ওদক্ষিণে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও মির্জাআব্বাস এবং চট্টগ্রামে মনজুর আলমভোট বর্জনের ঘোষণা আসে।এ বিষয়ে চট্টগ্রামের রিটার্নিংকর্মকর্তা আব্দুল বাতেনসাংবাদিকদের বলেন, “মনোনয়নপ্রত্যাহারের সময়সীমা পারহওয়ার পর প্রতীক পাওয়া সবাইআমাদের কাছে প্রতিদ্বন্দ্বীপ্রার্থী। কেউ বর্জনের কথাবললেও ব্যালটে তার নাম ও প্রতীকথাকবে।”নির্বাচনে যে যে ভোট পাবেনগণনা করে ফল ঘোষণা করা হবেবলে জানান তিনি।ভোট বর্জনের সুনির্দিষ্ট কারণউল্লেখ করে কেউ কোনো লিখিতঅভিযোগ তার কাছে জমা দেননিবলেও জানান ইসির এ উপসচিব।“আমার কাছে অভিযোগ করলে তাখতিয়ে দেখতাম। অভিযোগ ছাড়াকিছু করারও সুযোগ নেই। বিভিন্নমাধ্যমে যেসব অভিযোগ পাচ্ছিতার খোঁজ নিচ্ছি,” বলেন তিনি।তবে ঢাকার দুই রিটার্নিংকর্মকর্তা এ নিয়ে কোনো মন্তব্যকরতে চাননি।হয়ত জাতীয় নির্বাচনে এমন হতো নিশ্চিত যেনেই বিএনপি নির্বাচনে যায় নি। জনগন ভালভাবে
উপলব্ধি করতেছে। পাড়া মহল্লার সব জায়গায় এখন শুধু এই আলোচনা।
শেয়ার করুন