চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে হামলা-ব্যালট পেপার ছিনতাই
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে
কয়েকটি কেন্দ্রে হামলা-বিশৃঙ্খলা ওব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনাঘটেছে। নগরীর ১নং দক্ষিণ পাহাড়তলীওয়ার্ডের অলি আহমেদ সরকারি প্রাথমিকবিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা করেবিশৃঙ্খলার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।হাটহাজারীসার্কেলেরসহকারীপুলিশ সুপারআ ফ ম নিজামউদ্দিনজানান,একদল লোকভোট কেন্দ্রেএসেবিশৃঙ্খলারসৃষ্টি করে।এসময় পুলিশপ্রায় ১২রাউন্ড গুলিবর্ষণ করে।তবে কারা এর সাথে জড়িত পুলিশ তাজানায়নি।অপরদিকে চট্টগ্রামের হাটহাজারীতেদক্ষিণ পাহাড়তলীর ল্যাবরেটরি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরুরকিছুক্ষণ আগে স্কুল মাঠে ককটেল ফাটিয়েআতঙ্ক সৃষ্টি করা হয়। এসময় ২০/২৫ জনেরএকদল যুবক ব্যালট পেপার ছিনতাই করেআওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ওকাউন্সিলর প্রার্থীর পক্ষে সিল মারেবলে অভিযোগ পাওয়া গেছে।কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তামমতাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিতকরেছেন।তিনি জানান, কেন্দ্রে কিছু যুবক ঢুকেঅতর্কিত হামলা চালিয়ে ব্যালট পেপারছিনতাই করে। এরপর তারা কিছু পেপারেসিল মেরে বাক্সে ফেলে। এর মধ্যে পুলিশচলে আসায় তারা পালিয়ে যায়।তিনি আরো জানান, পরে দেখা যায় বাইরেপড়ে থাকা ৪২টি ব্যালটে হাতি প্রতীকেসিল মারা এবং আওয়ামী লীগ সমর্থিতপ্রার্থী তৌফিক আহমেদ চৌধুরীর ঘুড়িপ্রতীকে ৮১টি ব্যালট বাক্সে সিল মারা।কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশেরউপপরিদর্শক হায়দার আলী আকন্দ বলেন,ভোট গ্রহণ শুরুর আগে কে বা কারা ককটেলফাটিয়ে আতঙ্ক ছড়ায়। তবে ব্যালট পেপারছিনতাইয়ের বিষয়ে তিনি কিছু জানেননা বলে জানান।এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওইকেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরপোলিং এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীরএজেন্ট নেই। এখানে কাউন্সিলর প্রার্থীতিনজন।সংরক্ষিত মাহিলা ওয়ার্ড (১,২,৩) নারীকাউন্সিলর প্রার্থী ফেরদৌস বেগমঅভিযোগ করেন, এখানে এক ঘণ্টা-দেড়ঘণ্টা ধরে ভোটারেরা আসতে পারছেন না।তাঁর কর্মীদের আসতে বাধা দেয়া হচ্ছে।এখানে ভোট গ্রহণে কারচুপি হচ্ছে।ব্যালট পেপার ছিনতাই হচ্ছে।
শেয়ার করুন