বান্ডেল ধরে জাল ভোট
রাজধানীর সিদ্ধেশ্বরী উচ্চ
বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোটেরবান্ডেল নিয়ে ক্ষমতাসীন আওয়ামীলীগ সমর্থিত এক কাউন্সিলরপ্রার্থীর প্রতীকে সিল মারারঘটনা ঘটেছে।এই ঘটনার পর ঢাকা দক্ষিণ সিটিকরপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডেরঅপর এক কাউন্সিলর প্রার্থীভোটগ্রহণ স্থগিত করে পুনঃভোটেরআবেদন করেছেন।ওই কেন্দ্রের প্রিজাইডিংকর্মকর্তা শেখ মো. আরিফুল ইসলামঅবৈধভাবে সিল মারার এই ঘটনারকথা স্বীকার করেছেন।তিনি বলেন, “সকাল থেকে ছিলাম।মাঝে একটু ঝামেলা হইছিল। এখনঠিক হয়ে গেছে।”এক প্রশ্নের জবাবে তিনি বলেন,“আমি পেয়েছি যে, কিছু ব্যালটেসিল মারা হয়েছে। আমি আমারঊর্ধ্বতনদের বিষয়টি জানিয়েছি।”ওই কেন্দ্র থেকে বিএনপি সমর্থিতমেয়র প্রার্থী মির্জা আব্বাসেরএজেন্টদের বের করে দেওয়াহয়েছে বলে অভিযোগ করেছেন তারস্ত্রী আফরোজা আব্বাস।আফরোজা বলেন, “ব্যাপক কারচুপিহচ্ছে। আমি বিভিন্ন কেন্দ্রেগিয়েছি। একই অবস্থা দেখছি।সরকারি দলের লোকজন কেন্দ্রেরদখল নিয়ে তাদের প্রার্থীকে ভোটদিচ্ছে।”সিদ্ধেশ্বরী উচ্চ বালিকাবিদ্যালয় কেন্দ্রের ভোটার দুইকাউন্সিলর প্রার্থীকে দেখিয়েআফরোজা বলেন, “এই দুইজনকাউন্সিলর প্রার্থী আছেন, তারানিজের ভোট নিজে দিতে পারেননাই। প্রত্যেকটা কেন্দ্রেই তারা এরকম করছে।”এই কেন্দ্রে ভোট কারচুপিরঅভিযোগ করেছেন সংরক্ষিত আসনেরপ্রার্থী শম্পা বসুও। পাশের লুৎফাএকাডেমি থেকে তার এজেন্টদেরবের করে দেওয়া হয়েছে বলেওঅভিযোগ করেন তিনি।সিদ্ধেশ্বরী উচ্চ বালিকাবিদ্যালয় কেন্দ্রে ভোট বন্ধেরআবেদনকারী কাউন্সিলর প্রার্থীআবু জুবায়ের মো. মিরাতিল্লাহদ বলেন, “আমি নিজের ভোটও দিতেপারি নাই।”তার প্রধান নির্বাচনী এজেন্ট মো.ওয়ালী আল কাদির বলেন, “সকালসাড়ে ৭টার দিকে প্রিজাইডিংকর্মকর্তাকে জিম্মি করে সরকারদলীয় কাউন্সিলর প্রার্থীরকর্মীরা তাদের প্রতীকে সিলমারতে থাকে।”ওই কাউন্সিলর প্রার্থী একটিভিডিওচিত্র সরবরাহ করেছেন,যাতে একটি বান্ডলের পরপর সবব্যালট পেপারে একই মার্কায়(ঘুড়ি) সিল মারা দেখা গেছে।
শেয়ার করুন