আপডেট :

        সমুদ্র বাণিজ্যে নতুন ফি: বন্দরে অতিরিক্ত খরচের ঘোষণা

        বাংলাদেশী শর্ট ফিল্ম 'নিশি'র EMA জয়

        মিরাজের প্রশংসা: বাংলাদেশ দলের খেলায় রয়েছে সম্ভাবনা

        পুলিশের বাধা অতিক্রম করে শাহবাগ ব্লকেড: ভাতা বৃদ্ধি ও জাতীয়করণের দাবিতে শিক্ষকরা অটল

        গাজায় স্থায়ী শান্তির পথে: ট্রাম্প দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুর ঘোষণা দেন

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট

        ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে হেলিকপ্টার দুর্ঘটনা: আহত ৫ জন হাসপাতালে

        প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত সাবেক প্রেসিডেন্ট বাইডেনের রেডিয়েশন থেরাপি চলছে

        টেনেসিতে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: ১৬ জনের মৃত্যুর আশঙ্কা, কেউ বেঁচে নেই

        মিসিসিপিতে ফুটবল খেলার পর গণগুলি: নিহত ৪, আহত ১২

        পুতিনের মন্তব্য: ট্রাম্প বঞ্চিত হওয়ায় নোবেল পুরস্কারের মর্যাদা ক্ষুণ্ণ

        সমুদ্রের তলায় ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি

        ইশরাক হোসেনের জীবনের নতুন অধ্যায়: কে তিনি বিয়ে করছেন?

        জ্বালানি উপদেষ্টা বলেন, এলপিজি সিলিন্ডারের মূল্য রাখতে হবে ১ হাজার টাকার মধ্যে

        চুয়েটের ‘টিম এসরো’ নাসার গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ ২০২৫-এর বিশ্বজয়ী

        নির্বাচনের ফেব্রুয়ারি তাং নিয়ে মানুষের মধ্যে অবিশ্বাস: মন্তব্য

        সিরিজে রশিদের স্পিনে বাঙালিরা হেরেছে

        আসল নকল মিলছে? আপনার ফোন নকল কিনা জানতে এই উপায়গুলো অনুসরণ করুন

        হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ডেঙ্গুতে মৃত্যুর হার ১ থেকে ৩৮

        দারুল উলুম দেওবন্দ পরিদর্শনে তালেবান পররাষ্ট্রমন্ত্রী, উষ্ণ অভ্যর্থনা

রাজধানী ঢাকাতে হেলে পড়েছে ৯ ভবন ফাটল ৬টিতে

রাজধানী ঢাকাতে হেলে পড়েছে ৯ ভবন ফাটল ৬টিতে

ভূমিককম্পে রাজধানীতে কমপক্ষে ১৫টি ভবন
ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন একজন।ভূমিকম্পের সময় বাসিন্দাদের মধ্যে দেখা দেয় ভয়াবহআতংক। লোকজন শংকিত হয়ে বাসাবাড়ি ও অফিস ছেড়েরাস্তায় নেমে আসেন। সন্ধ্যায় ফায়ার সার্ভিসনিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে তারা ৯টি ভবন হেলে পড়াও ফাটল দেখা দেয়ার বিষয়ে নিশ্চিত হয়েছেন এবংসরেজমিন অনুসন্ধান করেছেন। এর বাইরে আরও অন্তত৬টি ভবন হেলে পড়া ও ফাটল দেখা দেয়ার খবরস্থানীয় সূত্র জানিয়েছে। তবে ফায়ারসার্ভিস সেগুলো নিশ্চিত করেনি। পুরান ঢাকারলালবাগের ইসলামবাগে বাসিন্দাদের নামিয়ে একটি ৫তলা ভবন সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া বংশালেবরিশাল প্লাজার পাশে একটি ৬ তলা ভবনে ফাটল দেখাদিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে হুড়োহুড়িকরে নামতে গিয়ে আহত হয়েছেন এক ছাত্র।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, হেলেপড়া ৬টিভবন হচ্ছে মোহাম্মদপুরের ২৩/৩, খিলজি রোডেআশাটাওয়ার, বনানীতে ইফাদ টাওয়ার, এফআর টাওয়ার,বনানীর ১৭ নম্বর সড়কের ২৭ নম্বর বাড়ি হোটেল(আবাসিক) সেরিনা টাওয়ার, মিরপুরের ডায়মন্ডগার্মেন্টস, নবাবপুর রোডের একটি ৬ তলা ভবন। এছাড়াতেজগাঁও, কুড়িল বিশ্বরোড ও গুলশান দুই নম্বরে আরও৩টি ভবন হেলে পড়েছে। মগবাজারে একটি ভবনের দেয়ালেফাটল ও শাঁখারী বাজারে আরও একটি ভবন ক্ষতিগ্রস্তহয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে ফায়ারসার্ভিস এসব ভবন ক্ষতিগ্রস্তের বিষয়টি নিশ্চিতকরেনি।আশার কর্মকর্তা ওয়াহিদ জানান, আশা টাওয়ারে আশাইউনিভার্সিটি, বেসরকারি সংস্থা আশার কেন্দ্রীয়কার্যালয়, সাউথইস্ট ব্যাংকসহ বেশ কিছু অফিস রয়েছে।ভবনের লোকজনকে সাময়িকভাবে সরিয়ে নেয়া হয়। আশাইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো, আশরাফুলহক চৌধুরী এক বিজ্ঞপ্তিতে জানান, ফায়ার সার্ভিসেরবিশেষজ্ঞদের একটি দল আশা টাওয়ার পরিদর্শন করেজানিয়েছে, ভবনটির তেমন কোনো ক্ষতি হয়নি। তিনিবিষয়টিকে গুজব দাবি করে বলেন, একটি মহলবিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেবিভ্রান্তিমূলকভাবে ওই সংবাদ ছড়িয়েছে।বনানীর হোটেল সেরিনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগকরা হলে তারা বলেন, তাদের ভবনের কোনোক্ষতি হয়নি। কোনো স্টাফও আহত হয়নি। বসকিছুঅক্ষত রয়েছে। হোটেলের বর্ডাররাও সবাই নিজ নিজকক্ষে আছেন। ভূমিকম্পের সময় অন্যান্য বহুতল ভবনেরমতো সেখানে কিছুটা আতংক দেখা দিয়েছিল। ফায়ারসার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ফাটল দেখাদেয়া ও হেলে পড়া ভবনগুলো পরীক্ষা-নিরীক্ষা করেঝুঁকিমুক্ত ঘোষণা না করা পর্যন্ত বাসিন্দাদের সরিয়েরাখা হয়েছে। কিছু ভবনের বিদ্যুৎ ও গ্যাসের লাইনসাময়িক বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গাথেকে ভবন হেলে পড়া ও ফাটলের খবর আসছে। কোনোএলাকা থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ারসার্ভিসের লোকজন সেখানে গিয়ে যাচাই করছে।ভূমিকম্পের সময় আতংকে নামতে গিয়ে ঢাকাবিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের এক ছাত্র গুরুতর আহতহয়েছেন। তার সহপাঠীরা জানান, ওই ছাত্রের নামনাসির হোসেন (২৭)। তিনি ইসলামিক স্টাডিজবিভাগের মাস্টার্সের ছাত্র। ভূমিকম্পের সময় তিনিঘুমিয়ে ছিলেন। বন্ধুদের ডাকে দ্রুত উঠে সিঁড়ি দিয়েনামার সময় পড়ে মাথায় আঘাত পেয়েছেন নাসির।ভূমিকম্পের সময় রাজধানীর উঁচু ভবনগুলোর বাসিন্দারাদ্রুত নিচে নেমে যান। আতংকে হুড়োহুড়ি করে নামতেগিয়ে অনেকেই আহত হন।দুপুর সোয়া ১২টার সময় এশিয়ার সর্ববৃহৎ শপিংমলযমুনা ফিউচার পার্কে ভূমিকম্পের সময় কর্তৃপক্ষ তড়িৎব্যবস্থা নেন। কোনো ক্ষয়ক্ষতি না হলেও কর্তৃপক্ষ সবব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপদে সরিয়ে নেন। কিছু সময়পর তারা আবার ফিউচার পার্কে প্রবেশ করেন। পুরানাপল্টনের বহুতল ভবন ঠিকানার বাসিন্দা নাসির জানান,ভয়ে বাসিন্দারা নিচে নেমে যান। শান্তিনগর টুইনটাওয়ারের ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান,তাৎক্ষণিকভাবে ভবনের ব্যবসায়ীরা দ্রুত নেমে যান।পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নিজ নিজব্যবসা প্রতিষ্ঠানে যান।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরেমহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খানবলেন, ভূমিকম্পটির কেন্দ্র বাংলাদেশেরকাছাকাছি হলে ক্ষয়ক্ষতি আরও অনেক বেশি হতো। এরকেন্দ্র ঢাকা থেকে অনেক দূরে হওয়ায় রক্ষা পাওয়া গেছে।ভূমিকম্পের মতো ভয়াবহ দুর্যোগের ক্ষয়ক্ষতিপ্রতিরোধে ইমারত নির্মাণ আইন সঠিকভাবে প্রয়োগেরমাধ্যমে ঝুঁকি অনেকটা কমানো সম্ভব। ভূমিকম্পের পরআগুন লেগে যেতে পারে এবং গ্যাস লাইনে বিস্ফোরণ হতেপারে। এগুলোর বিষয়ে সতর্ক থাকতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত