কারাকর্তৃপক্ষ পিন্টুর চিকিৎসা করতে দেয়নি: ডা. রইস
তাহলে কি সরকার অবহেলা করে বিনা চিকিৎসায় মারলো পিন্টুকে !
রাজশাহী
কারাকর্তৃপক্ষেরবাধার কারণেশনিবার বিএনপিনেতা নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুকেচিকিৎসা সেবা দিতে পারেননি বলেজানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজহাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ডা.রইস উদ্দিন।তিনি জানান, কারাগার থেকে রামেকহাসপাতালের পরিচালকের কাছে বিশেষজ্ঞচিকিৎসক চেয়ে চিঠি পাঠানো হয়েছিল। সেঅনুযায়ী তিনি শনিবার কারাগারে পিন্টুরচিকিৎসার জন্য গেলেও সিনিয়র জেল সুপারতাকে পিন্টুর চিকিৎসা করতে দেননি।ডা. রইস উদ্দিন বলেন, রোববার হাসপাতালেআনার আগেই পিন্টু মারা গেছেন।হাসপাতালে নিয়ে আসার পর তাকে মৃতঅবস্থায় পাওয়া যায়।তবে রাজশাহীর কেন্দ্রীয় কারাগারেরসিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খানজানান, পিন্টু নানাবিধ অসুখে ভুগছিলেন।হার্ট, কিডনি, ডায়াবেটিকস,ব্লাডপ্রেশারসহ চোখ ও বুকের সমস্যা ছিলতার।রোববার বেলা ১২টার দিকে তিনিকারাগারের মধ্যে বুকের ব্যথা অনুভব করেন।দ্রুত তাকে কারাগার থেকে রামেকহাসপাতালে নিয়ে আসা হয়।
শেয়ার করুন