অভিজিৎকে হত্যার দায়িত্ব স্বীকার করেছে "আল কায়দা"
৩ মে ২০১৫
ব্লগার অভিজিৎ রায়বাংলাদেশী বংশোদ্ভূতঅ্যামেরিকান ব্লগার অভিজিৎরায়কে হত্যার দায়িত্ব স্বীকারকরেছে ভারতীয় উপমহাদেশীয় আলকায়দা – একিউআইএস।জঙ্গি গ্রুপের অনলাইন তৎপরতার ওপরনজর রাখে যুক্তরাষ্ট্রভিত্তিক এরকমএকটি ওয়েবসাইট ‘সাইট’ এই খবরদিয়েছে।বাংলাদেশ ও পাকিস্তানে আরোকিছু হত্যাকাণ্ডেরও দায়িত্বনিয়েছে এই আল কায়দা।ঢাকায় গত ফেব্রুয়ারি মাসে রাতেরবেলা বই মেলা থেকে ফেরার পথেঅভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করাহয়।এসময় তার স্ত্রীও গুরুতর আহত হন।পরে তাকে অ্যামেরিকায় নিয়েযাওয়া হয়েছে যেখানে তারচিকিৎসা চলছে।এখানে তাকে কুপিয়ে হত্যা করাহয়বার্তা সংস্থা এএফপি বলছে,একিউআইএসের নেতা অসীম ওমর একভিডিও বার্তায় অভিজিৎ রায়কেহত্যা করার কথা স্বীকার করেছেনবলে সাইটে বলা হয়েছে।বাংলাদেশে পুলিশের বিশেষবাহিনী র্যাবের একজন মুখপাত্রবলেছেন, এই দাবির বিষয়ে তারানিশ্চিত নন এবং তাদের কাছেএসংক্রান্ত কোনো তথ্য নেই।এর আগে আনসারুল্লাহ বাংলা টিমনামের আরেকটি জঙ্গি গ্রুপও টুইটারেদেওয়া এক বার্তায় অভিজিৎ রায়কেহত্যা করার কথা দাবি করেছিলো।পুলিশ সেই দাবির সত্যতাও যাচাইকরতে পারেনি।অভিজিৎ রায় মুক্তমনা নামের একটিব্লগ পরিচালনা করতেন। তার লেখনীতে ইসলাম কে কটাক্ষ করার চেস্টা থাকতো ।এছাড়াও তিনি বিজ্ঞান বিষয়ক বেশকয়েকটি বই লিখেছেন।অভিজিৎ রায়কে হত্যার অভিযোগেপুলিশ একজনকে আটক করেছে।অভিজিত রায়ের পর ঢাকায় আরোএকজন ব্লগার ওয়াশিকুর রহমানকেকুপিয়ে হত্যা করা হয়।তাকে হত্যা করার অভিযোগে গতমার্চ মাসে মাদ্রাসার দু’জন ছাত্রকেআটক করা হয়েছে।
শেয়ার করুন