“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
প্রশাসনের আরও ৬ কর্মকর্তা করোনায় আক্রান্ত
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধযুদ্ধে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের ৭ জন কর্মকর্তার এখন পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২২তম ব্যাচের উপসচিব জালাল সাইফুর রহমান মারা গেছেন। তিনি দুর্নীতি দমন কমিশনে (দুদক) কর্মরত ছিলেন।
শনাক্ত বাকি ৬ জন হলেন- সৌদি আরবের লেবার কাউন্সিলের মোঃ আমিনুল ইসলাম (২০তম ব্যাচ), গাজীপুরের টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম মোর্শেদ খান পাভেল (৩৩তম ব্যাচ), কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা (৩৪তম ব্যাচ) এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুম (৩৫তম ব্যাচ), সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার (৩৬ তম ব্যাচ), সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল মতিন খান (৩৭তম ব্যাচ)।
জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন রবিবার (১৯ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেছেন।
এলএবাংলাটাইমস/এলআরটি/এন
শেয়ার করুন