দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭০৬ জন
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্ত ১২ হাজার ৪২৫ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ্ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১ হাজার ৯১০ জন।
তিনি আরও জানান, এখন ৩৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গতকাল পর্যন্ত ৩৩টি ল্যাবে নমুনা পরীক্ষা হতো। নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয় যুক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ৩৮২। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮৬৭ জনের। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১ লাখ ৫ হাজার ৫১৩ জনের।
এসময় নাসিমা সুলতানা গতকালকের ব্রিফিংয়ে ভুলতথ্য উপস্থাপনের জন্য দুঃখপ্রকাশ করে বলেন, গত ২৪ ঘণ্টার কতজন মৃত্যু হয়েছে, তা পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ১০৭ জনকে। বর্তমানে আইসোলেশনের রয়েছে ১ হাজার ৭৭১ জন।
এলএবাংলাটাইমস/এলআরটি/এন
শেয়ার করুন