“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
র্যাবের আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম করোনায় আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। শনিবার দিনগত রাত ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানান তিনি।
সারোয়ার আলম তার পোস্টে লিখেছেন- ‘কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজিটিভ। আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি। সবার নিকট দোয়া ও ক্ষমার দরখাস্ত রইল।’
উল্লেখ্য, ২০১৯ সালে রাজধানীর ক্যাসিনোগুলোতে অভিযান চালিয়ে ব্যাপক আলোচনায় আসেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। দেশে করোনা সংক্রমণের পর থেকে সারোয়ার আলম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিত, নকল মাস্ক ও গ্লাভসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এছাড়া রমজানে বেশ কয়েকটি ভেজাল বিরোধী অভিযানও পরিচালনা করেন তিনি। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়।
এলএবাংলাটাইমস/এলআরটি/এন
শেয়ার করুন