আপডেট :

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ড: তদন্তের দাবি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের

        ক্যালিফোর্নিয়ায় ৭ বিলিয়ন ডলারের জালিয়াতির দাবি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের, মিনেসোটাকেও ছাড়িয়ে গেছে পরিমাণ

        লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় ২৯০ মৃত্যুর প্রতিবাদে সিটি হলের সামনে ব্যতিক্রমী ‘ডাই-ইন’ বিক্ষোভ

        মিনিয়াপোলিসে ফের এক মার্কিন নাগরিকের গুলিতে মৃত্যু, বিক্ষোভ আবারও জারি

        যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর ডব্লিউএইচওর রোগ পর্যবেক্ষণ নেটওয়ার্কে যোগ দিল ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেসে গৃহহীন তহবিল আত্মসাৎ: দাতব্য সংস্থার প্রধান গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বাড়ির দামে মৃদু পতন: ৮৮% এলাকায় মূল্য কমেছে

        বিচারকের পরোয়ানা ছাড়াই বাড়িতে ঢোকার নির্দেশ আইসিইকে—ফাঁস মেমো

        ক্যালিফোর্নিয়ায় ফেডারেল অভিযানে গুলি, ব্যাপক নিরাপত্তা তৎপরতা

        প্রথম প্রজন্মের গৃহক্রেতাদের জন্য ক্যালিফোর্নিয়ার ডাউন পেমেন্ট সহায়তা কর্মসূচি আবার চালু

বৈধ পথ না থাকায় সাগরপথে পা বাড়াচ্ছে মালয়েশিয়া গমনেচ্ছু গরিবরা

বৈধ পথ না থাকায় সাগরপথে পা বাড়াচ্ছে মালয়েশিয়া গমনেচ্ছু গরিবরা

এ দায় কি সরকারের নয় ?

বৈধ পথ বন্ধ থাকায় অবৈধ পথে জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়া গমনেচ্ছুরা সাগর পথে পা বাড়াচ্ছে। বায়রার সাবেক সভাপতি শাহ জালাল মজুমদার এ অভিমত ব্যক্ত করেছেন। মানব পাচারকারী চক্রের প্রলোভনে পড়ে গ্রামাঞ্চলের সহজ-সরল মানুষ আজ স্বপ্নের দেশ মালয়েশিয়ায় যাওয়ার জন্য নৌ-পথে যাত্রা করছে। বহু অভিবাসী মাসের পর মাস নৌকায় করে সমুদ্রে ভেসেছেন, সাগরে অনেকের সমাধিও হয়েছে। কিন্তু সম্পদশালী মালয়েশিয়া কিংবা তুলনামূলক স্বচ্ছল ইন্দোনেশিয়ায় তারা আশ্রয় পাচ্ছেন না। তাদের উপকূল থেকে তাড়িয়ে দেয়া হচ্ছে। মানব পাচারকারী ভয়ঙ্কর চক্র মালয়েশিয়া গমনেচ্ছুদের থাইল্যান্ডের গভীর জঙ্গলে, আন্দামান ও ইন্দোনেশিয়ার উপ-দ্বীপে নিয়ে ছেড়ে দিচ্ছে। পানি ও খাবারের অভাবে অনেকেই সাগরে প্রাণ হারাচ্ছে। এ ধরনের ঘটনা গোটা জাতির জন্যই দুঃখজনক। এ প্রেক্ষিতে মানব পাচারকারী চক্রকে ধরিয়ে দিতে সরকারের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করার জোর দাবী জানিয়েছেন বায়রার সাবেক সভাপতি মোঃ শাহ জালাল মজুমদার।মানব পাচারকারীদের খপ্পরে পড়ে সাগরে ভেসে বেড়াচ্ছেন হাজার হাজার বাংলাদেশী ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম। শনিবার থাই উপকূলের একটি নৌকার অভিবাসীদের তাড়িয়ে দেয় থাই নৌবাহিনী। এরপর মালয়েশিয়ার নৌবাহিনীর একটি জাহাজ নৌকাটিকে আটক করে। পরে মালয়েশিয়া সরকারের নির্দেশে নৌকাটিকে সমুদ্রের দিকে ঠেলে দেয়া হয়, যদিও সর্বশেষ এর আগেই জাতিসংঘ জরুরী উদ্ধার তৎপরতার আহ্বান জানিয়েছিল। মানব পাচারের বিরুদ্ধে থাই সরকারে কঠোর অবস্থানের কারণে পাচারকারীরা তাদের নৌকাটি পরিত্যক্ত অবস্থায় রেখে গেলে হাজার হাজার অভিবাসী আন্দামান সাগরে অসহায় অবস্থায় ভাসতে থাকে। এসময় অনেক অভিবাসী প্রখর রোদ ও খাবার পানির অভাবে তৃষ্ণার্ত এবং অসুস্থ হয়ে পড়েন। দিনের পর দিন এভাবে ভাসতে থাকা অভিবাসীদের নৌকা থাই নৌবাহিনী অন্তত দুবার সমুদ্রের দিকে তাড়িয়ে দেয় এবং প্রতিবারই তারা নৌকার ইঞ্জিন মেরামত করে দেয় এবং খাদ্য ও পানির সঙ্গে জ্বালানি সরবরাহ করে থাই উপকূল থেকে বের করে দেয়। রয়টার্সকে থাই নৌবাহিনীর একজন কর্মকর্তা জানান, অভিবাসীরা শনিবার থাই নৌবাহিনীকে জানায় যে, তারা মালয়েশিয়া যেতে চায়। তিনি বলেন, ‘আমরা তাদের ইঞ্জিন মেরামত করে দেয়ার পর মালয়েশিয়ার যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়েছি।’ তবে মালয়েশিয়ার কর্মকর্তারা তাদের সাথে কী আচরণ করেছেন তা স্পষ্ট নয়। তবে এর আগে দেশটি স্পষ্ট করেই বলেছে যে তারা কোনো অভিবাসীকে গ্রহণ করতে ইচ্ছুক নয়।বায়রার সভাপতি মোঃ আবুল বাসার গতকাল ইনকিলাবকে বলেন, গ্রামাঞ্চলের অশিক্ষিত লোকেরা দালাল চক্রের খপ্পরে পড়ে সাগার পথে মালয়েশিয়ায় যাওয়ার জন্য পা দিচ্ছে। আসলে তারা মালয়েশিয়ায় গিয়ে চাকরি পেয়েছে কিনা তা’ আমার জানা নেই। দালালচক্র সাগরে নিয়ে এসব ব্যক্তিদের উপর নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায় করছে। বায়রা সভাপতি বলেন, মানব পাচারকারী চক্রের সাথে এক শ্রেণীর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাগরপথে মানব পাচার বন্ধে কার্যকরী উদ্যোগ নিতে হবে। বায়রা সভাপতি বলেন, ২০১৩ সালে সরকার মানব পাচার বিরোধী আইন-প্রণয়ন করেছে। ঐ আইনের সঠিক প্রয়োগ করা হলেই সাগর পথে অবৈধ গমন হ্রাস পাবে। বায়রার সাবেক সভাপতি মোঃ শাহজালাল মজুমদার ইনকিলাবকে বলেন, বৈধপথে বেসরকারী উদ্যোগে মালয়েশিয়ায় কর্মী যাওয়া বন্ধ থাকায় অবৈধ পথেই মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে পা বাড়াচ্ছে। গোটা জাতির জন্যই এটা খুবই দুঃখজনক ঘটনা। সাগরপথে একজন মৃত্যুর মুখে পতিত হয়ে তার পুরো পরিবারটিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তিনি সরকারের মাইগ্রেশন কষ্ট কমানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাইগ্রেশন কষ্ট কমানোর সংগ্রাম চালাতে গিয়ে পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে, এখন মালয়েশিয়া গমনেচ্ছুরা অবৈধভাবে সাগরপথে কয়েকগুণ বেশি টাকা দিয়ে যাত্রা করছে। বায়রার সাবেক সভাপতি শাহ জালাল মজুমদার বলেন, সাগরপথে অবৈধ গমন চিরতরে বন্ধ করতে হবে। মানব পাচারকারীদের ধরিয়ে দিতে সরকারকে পুরস্কার ঘোষণা করতে হবে। সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে হবে। এক প্রশ্নের জবাবে শাহ জালাল মজুমদার বলেন, বিদেশে জনশক্তি রফতানির লক্ষ্যে সরকারী জনবল খুবই কম। সহনীয় অভিবাসন ব্যয় নির্ধারণ করে সরকারী কঠোর মনিটরের মাধ্যমে মালয়েশিয়ায় জনশক্তি রফতানীতে বেসরকারী রিক্রুটিং এজেন্সিগুলোকে সুযোগ দেয়ার জন্য আমরা বারবার সরকারকে অনুরোধ জানিয়েছি। মালয়েশিয়ায় কর্মী নিয়োগে স্বল্প অভিবাসন ব্যয়ে সরকারের পাশাপাশি বেসরকারী উদ্যোক্তাদের সুযোগ দেয়া হলে সারগরপথে অবৈধ গমন বন্ধ হয়ে যাবে বলে বায়রার সাবেক সভাপতি আশাবাদ ব্যক্ত করেন।বৈধপথ বন্ধ থাকায় সাগরপথে পা দিচ্ছে মালয়েশিয়া গমনেচ্ছুরা মালয়েশিয়ায়-পররাষ্ট্রমন্ত্রীএদিকে, মালয়েশিয়া থেকে নির্ভরযোগ্য সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় পূর্ব মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কোতা কিনাবালুর সমুদ্রতীরের লি-ম্যারিডিয়ান হোটেলের বলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, দেশের অর্থনীতি দ্রুত এগিয়ে চলেছে। সরকারের বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্বের বুকে রোল মডেল। খাদ্য, বিদ্যুতসহ অবকাঠামোগত নানাদিক থেকে স্বয়ংসম্পূর্ণ এ দেশ এখন শুধু ভবিষ্যতের দিকেই তাকাচ্ছে। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে অনুষ্ঠিতব্য দু’দেশের সরকারি পর্যায়ের বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলেও মন্ত্রী বলেন। এ সময় আরো শ্রমিক যাতে মালয়েশিয়ায় আসতে পারে এ নিয়ে সরকার কাজ করছে বলেও সবাইকে আশ্বস্ত করেন তিনি। অনুষ্ঠানে শ্রম-মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নুরুল ইসলাম বলেন, মালয়েশিয়ায় জিটুজি’র বাইরে গিয়ে লোক পাঠানোর কথা সরকার আপাতত ভাবছে না। তবে এ প্রক্রিয়াকে তরান্বিত করতে কাজ চলছে। হাইকমিশনার শহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “মালয়েশিয়ায় এখনও চল্লিশ লাখ শ্রমিকের চাহিদা রয়েছে। বিশাল এই শ্রমবাজারে বাংলাদেশ কিভাবে সুবিধা নিতে পারে সে বিষয়ে আমরা সরকারের কাছে প্রস্তাবনা তুলে ধরবো।” হাইকমিশনার ছাড়াও অনুষ্ঠানে দূতাবাসের নবনিযুক্ত ডেপুটি হাইকমিশনার ফয়সাল, রাজনৈতিক বিষয়ক কাউন্সিলর রইছ হাসান সারওয়ার। এছাড়া শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকের অন্তর্ভুক্তি বাড়ানো, আসিয়ানে বাংলাদেশকে সংযুক্ত হওয়াসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ। মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ন-আহ্বায়ক ওহিদুর রহমান ওহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ন-আহ্বায়ক মকবুল হোসেন মুকুল, রাশেদ বাদল, শাখাওয়াত হক জোসেফ, মিনহাজ উদ্দিন মিরান, মানিক মিয়া ও আব্দুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন বলেছেন মানবপাচারের দালালদের জন্ম এ দেশেই। এখানকার অলি-গলিতে এদের বসবাস। হাজার হাজার বাঙালি সমুদ্রে ভাসছে শোনে কোনো বিবেকবান মানুষের বিবেক নাড়া না দিয়ে পারে না। তিনি বলেন, মানব পাচারকারীদের শিকড় মুলোৎপাটন করতে হবে। দেশের মানুষ রক্ষার দায়িত্ব সরকারের। তাই মানব পাচারের সব ছিদ্র বন্ধের সরকার দায় এড়াতে পারে না। বৈধভাবে জনশক্তি রফতানি সহজলভ্য করার আহ্বান জানান তিনি।গতকাল বিকেলে সংগঠনের পুরানা পল্টনস্থ নগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরী ও থানা শাখার যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, অধ্যাপক ফজলুল হক মৃধা প্রমুখ।


শেয়ার করুন

পাঠকের মতামত