ডুবে মারা গেলেও অভিবাসীদের উদ্ধারে নিষেধাজ্ঞা
ইন্দোনেশিয়ার সরকার সে দেশের মাঝিদের প্রতি নির্দেশ দিয়ে বলেছে, বাংলাদেশ ও মিয়ানমারের অভিবাসীরা সাগরে ডুবে মরে গেলেও তাদের উদ্ধার করা যাবে না। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে যে সব জেলে মাছ ধরেন তাদের প্রতি এ নির্দেশ দেয়া হয়েছে।
গত এক সপ্তাহে প্রায় ৭০০ বাংলাদেশী এবং রোহিঙ্গাতে স্থানীয়রা উদ্ধার করেছে বলে বিবিসির খবরে বলা হয়েছে। এ পর্যন্ত ১৫০০জনকে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, বাংলাদেশের মানুষ কাজের সন্ধানে এবং মায়ানমারের মানুষ অভাবের তাড়নায় সমুদ্র পাড়ি দিয়ে অন্য দেশে যাচ্ছিলেন।
এক সেনা কর্মকর্তা বলেছেন, কোনো অভিবাসীকে উদ্ধার করে তীরে আনা অবৈধ।
সামরিক মুখপাত্র ফুয়াদ বাসিয়া নামের ওই কর্মকর্তা বলেছেন, জেলেরা অভিবাসীদের খাদ্য, জ্বালানি, পানি দিয়ে এমনকি অভিবাসীদের নৌকা নষ্ট হয়ে গেলে তা ঠিক করেও দিতে পারবে, কিন্তু তাদের তীরে নিয়ে আসতে পারবে না। আর নিয়ে আসলে তা হবে অবৈধ।
তবে এক জেলে বিবিসিকে বলেছেন, কর্মকর্তাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা অভিবাসীদের উদ্ধার করবে যদি তারা কাউকে ডুবে যেতে দেখেন।
শেয়ার করুন