বেরোবিতে ছাত্রলীগের দু'গ্রুপ মুখোমুখি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রলীগের দুই গ্রুপ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে। যেকোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছে সাধারণ ছাত্র-ছাত্রীরা। জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কানন গ্রুপের এক নেতা তার বোনকে নিয়ে আসে ভাইভা পরীক্ষা দেওয়ার জন্য। এসময় বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত গ্রুপ হিসেবে পরিচিত হাদিরাজ গ্রুপের এক নেতা ওই ছাত্রলীগ নেতার বোনকে উত্যক্ত করলে এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। আবারো তারা যেকোনো সময় বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারে।
শেয়ার করুন