বাংলাদেশ অস্ত্র রপ্তানি করবে!
সমরাস্ত্র আমদানির ওপর নির্ভরতা কমাতে উত্পাদন বাড়ানো ও সম্ভব হলে রফতানির ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে মত বিনিময়ে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বিভিন্ন বাহিনীর অস্ত্রশস্ত্রের আমদানিনির্ভরতা কমানোর উদ্যোগ নিতে আমি সমরাস্ত্র কারখানা কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি। যেটা উপযুক্ত হবে, যুক্তিসঙ্গত হবে, প্রয়োজনে আমরা রফতানিও করব।
দেশের সমরাস্ত্রের চাহিদা মেটানোর লক্ষ্যে সমরাস্ত্র কারখানার কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে শিগগিরই পদক্ষেপ নেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
শেয়ার করুন