বাগেরহাটে সার্কাসের হাতির পায়ের নিচে পড়ে নিহত ৩
বাগেরহাটের মোল্লারহাটে সার্কাসের হাতির আক্রমণে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার তিনটি পৃথক স্থানে হাতিটি এই তাণ্ডব চালায়।
নিহতরা হলেন- মনোয়ারা বেগম (৪৫), কুসুম বিশ্বাস (৬১) ও মিজানুর রহমান (৩১)।
মোল্লারহাট থানার ওসি আ ন ম খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত জানান, শনিবার সকাল ৭টার দিকে বাগেরহাট শহরের কালাম মোল্লার র্সাকাসের একটি হাতিকে দু’জন মাহুত নিয়ে মোল্লাহাট উপজেলা সদরের ব্রিজের কাছে আসে। এ সময়ে ক্ষিপ্ত হাতিটি প্রথমে যাত্রাপুর এলাকার ইয়াসিন আলীর স্ত্রী মনোয়ারা বেগমকে শুড় দিয়ে ধরে গাছের সাথে আঘাত করতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এরপর মোল্লাহাটের কাহালপুর এলাকায় গিয়ে ক্ষিপ্ত হাতিটি যতিন বিশ্বাসের স্ত্রী কুসুম বিশ্বাসকে পদদলিত করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে একই উপজেলার বাসাবাটি এলাকায় তাণ্ডব চালিয়ে ফুল মিয়ার ছেলে মিজানুর রহমানকে পদদলিত করে মেরে ফেলে।
সকাল ৯টার দিকে পুলিশ স্থানীয় জনতার সহয়তায় বাসাবাটি এলাকায় একটি বাগানে থেকে হাতিটিকে আটক করতে সক্ষম হয়।
শেয়ার করুন