উপজাতি গারো তরুণীকে ধর্ষণের আলামত মিললো
রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে পাশবিকতার শিকার গারো তরুণীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পেয়েছেন চিকিৎসকরা।
কুড়িল বিশ্বরোড এলাকায় বৃহস্পতিবার রাতে ধর্ষিত ওই তরুণীকে শনিবার সকালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে নেয় পুলিশ।
পরীক্ষা শেষে ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান মো. হাবিব উজ জামান বলেন, মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করেছি। প্রাথমিক রিপোর্টে ধর্ষণের চিহ্ন পাওয়া গেছে। এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেয়া হবে।
স্বাস্থ্য পরীক্ষা শেষে ওই তরুণীকে পরিবারের হেফাজতে দেয়া হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বাসের জন্য অপেক্ষা থাকা ওই গারো মেয়েটিকে মাইক্রোবাসে তুলে নিয়ে পাঁচ ব্যক্তি দেড়ঘণ্টা ধরে তাকে ধর্ষণ করে। পরে তারা মেয়েটিকে উত্তরার জসিম উদ্দিন রোডে ফেলে রেখে যায়।
এ ঘটনার পর শুক্রবার ভাটারা থানায় মামলা করে ধর্ষণের শিকার মেয়েটির পরিবার।
শেয়ার করুন