আপডেট :

        ট্রাম্পের বাণিজ্য চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রীর কড়া বার্তা

        “ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ

        ক্লাব বিশ্বকাপে খেলায় Musiala ইনজুরিতে পরাজিত বায়ার্ন — PSG সেমিতে জয়ী

        করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে: একদিনে ২৯৪ ডেঙ্গু রোগী শনাক্ত, একজনের মৃত্যু

        “সাইফুল হক: রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় ঐক্য বজায় রাখতে হবে”

        পাওয়ার প্লেতে ব্যাটিং-ঝড় তোলায় দম বন্ধ করা পরিবেশ

        কার ওপর ক্ষোভ ঝাড়লেন শ্রীলেখা

        “পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানে আফগান সন্ত্রাসী গোষ্ঠীর ৩০ সদস্য নিহত”

        টেকনাফে ভারী বর্ষণে রোহিঙ্গা ক্যাম্পসহ ১৫০০ ঘরবাড়ি ডুবে গেছে

        ঢাকাতে উল্টো পথে রথ টেনে সম্পন্ন রথ উৎসব—ভক্তদের আনন্দ ও ধর্মীয় আবেগের মেলবন্ধন

        সংরক্ষণ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে আমদানি নির্ভরতা কমানোর উদ্যোগ

        “দীর্ঘ মন্দা ভেঙে ঢেউ উঠছে: ১১ মাস পর শেয়ারদরের পুনর্গতি”

        “পবিত্র আশুরা উদযাপন শুরু—কারবালার শোক ও উপবাসের দিন আজ”

        “পবিত্র আশুরা উদযাপন শুরু—কারবালার শোক ও উপবাসের দিন আজ”

        “মঈন খান: ফ্যাসিস্ট সরকারের আমলে গুম-হত্যা ছিল রুটিন কাজ”

        মালয়েশিয়া ‘জঙ্গি’ সন্দেহে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার; ঢাকা দিচ্ছে সহযোগিতার প্রতিশ্রুতি

        মালয়েশিয়া পুলিশের সতর্কতা: ভাঙলেও বাংলাদেশের জঙ্গি হুমকি মুছে যায়নি

        এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ নারী দল

        স্কুলে মোবাইল নিষেধাজ্ঞা কার্যকর: নেদারল্যান্ডে ফোকাস ও ফলাফলে বৃদ্ধি

        মঈন খান আ’লীগকে ‘পলায়নকারী শক্তি’ বললেন

দেশে একদিনে সড়কে ঝরল ১১ প্রাণ

দেশে একদিনে সড়কে ঝরল ১১ প্রাণ

দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন নারী, শিশু, বৃদ্ধা ও এক শিক্ষক দম্পতি। নিহতদের আটজনই মারা গেছেন বাসচাপায়। দুজন বাস খাদে পড়ে ও অন্যজন সিএনজি অটোরিকশাচাপায়।এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন।

শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গাইল, কক্সবাজার, সিরাজগঞ্জ, নোয়াখালী ও ময়মনসিংহের সড়কে এসব দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল: টাঙ্গাইলে পৃথক দুটি বাসচাপার ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।এসব ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন দুজন।

হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, ভূঞাপুর উপজেলা সদর থেকে আল আমিন তার পরিবারের সদস্যদের নিয়ে টাঙ্গাইল শহরের উদ্দেশ্যে রওনা হন। দুপুর ১২ টার দিকে টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা মোড় থেকে শহরের দিকে ঢোকার পথে সৈকত পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা সিএনজির চালকসহ ছয় আরোহীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রথমে শিউলি খাতুনের মৃত্যু হয়। পরে গুরতর আহত আল আমিন, সোহরাব আলী ও সালেহা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতির সময় তারাও মারা যান।

নিহত আল আমিনের ভাই নজরুল ইসলাম জানান, তার অসুস্থ মা সালেহা বেগমকে ডাক্তার দেখানোর জন্য তার পরিবারের লোকজন টাঙ্গাইল শহরে যাচ্ছিলেন।

নিহত আল আমিন ভূঞাপুর উপজেলা সদরের পশ্চিম ভূঞাপুর এলাকায় পরিবারসহ বসবাস করতেন। তাদের দুই মেয়ে সন্তান রয়েছে। বড় মেয়ে আশা খাতুন দশম শ্রেণিতে এবং ছোট আখি খাতুন ৬ষ্ঠ শ্রেণিতে পড়ছে।

অপরদিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাসের ধাক্কায় মমতা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আঠারদানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতা বেগমের বাড়ি ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের শেখশিমুল গ্রামে।

এলাকাবাসীর বরাতে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম জানান, মমতা বেগম রাস্তা পারাপারের সময় যশোর পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ময়মনসিহংহে বাসচাপায় শিশু ও বৃদ্ধার মৃত্যু:

ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় রামীম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার রাগামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একইদিন ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার আমতলী এলাকায় বাসচাপায় অজ্ঞাত পরিচয় ষাটোর্ধ্ব এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশু রামীমকে নিয়ে তার বাবা ত্রিশালের রাগামারা নামক এলাকার একটি দোকানে যান। রামীম খেলার ছলে সেই দোকান থেকে মাত্র দশ হাত দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলে আসে। এসময় একটি বাসের চাপায় ঘটনাস্থলেই রামীমের মৃত্যু হয়।

অপরদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার আমতলী এলাকায় বাসচাপায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, নিহত বৃদ্ধকে প্রায়ই রাস্তায় ঘুরাফেরা করতে দেখা যেতো। কাউকে দেখলেই খাবার খেতে টাকার জন্য হাত পাততেন। তবে তার নাম কেউ জানেন না।

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হাদিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কক্সবাজারে বাস খাদে পড়ে দুজনের মৃত্যু:

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু জোয়ারিয়ানালা বার্মা পাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস খাঁদে পড়ে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১২ জন। বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাঁদে পড়ে যায়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ইউনিক পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার আসছিল। এ সময় জোয়ারিয়ানালার বার্মা পাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাসটি রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই যাত্রী প্রাণ হারান এবং ১২ জন আহত হন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নোয়াখালীতে সিএনজিচাপায় শিশুর মৃত্যু:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা চাপায় সাফায়েত হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় সিএনজি চালক গুরুত্বর আহত হয়। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফায়েত উপজেলার চরকাঁকড়া ৬ নং ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, বাড়ির পাশের রাস্তায় খেলার এক পর্যায়ে নতুন বাজার এলাকার রাস্তার ওপর দিয়ে দৌঁড় দেয় সাফায়েত। এসময় একটি সিএনজি তাকে চাপা দেয় এবং সিএনজিটি উল্টে দুমড়েমুচড়ে যায়। এতে সিএনজি চাপায় সাফায়েত ও চালক গুরুতর আহত হয়। আহত সাফায়েতকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফজলুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জে বাসচাপায় শিশুর মৃত্যু:

সিরাজগঞ্জে জিআর কলেজের সামনে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানচাপায় নাঈম ইসলাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার দাদপুর জিআর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যানসহ চালককে আটক করেছে পুলিশ। নিহত নাঈম দাদপুর রায়েরপাড়ার সোহরাব হোসেনের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাকী এ তথ্য নিশ্চিত করেছেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত