বাংলাদেশের হিজড়া,প্রতিবন্ধীদের ক্ষুদ্র ঋণ দেবে ব্যাংক গুলো
বাংলাদেশ ব্যাংক নির্দেশ
বাংলাদেশের তৃতীয় লিঙ্গের উদ্যোক্তা, সমাজের সুবিধা বঞ্চিত উদ্যোক্তা, প্রতিবন্ধী ও রাখাইনসহ সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীকে এসএমই খাতের আওতায় ঋণ প্রদান করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে আজ বুধবার বলেছে 'আর্থিক অন্তর্ভুক্তির' সুফল প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের মাঝে পৌঁছে দেয়ার জন্য এসএমই খাতের আওতায় ঋণ বিতরণের কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংক গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
ঐ ঋণ বাংলাদেশ ব্যাংকের এসএমই ঋণ নীতিমালা ও কর্মসূচীর আওতায় সরাসরি অথবা এনজিও লিংকেজের মাধ্যমে গ্রাহক পর্যায়ে বিতরণ করা যাবে।
বাংলাদেশে এই প্রথম নীতিমালার আওতায় ঋণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে বাংলাদেশে যারা হিজড়াদের কল্যাণে কাজ করছে সেসব সংস্থা গুলো স্বাগত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক এর উদ্যোগকে।
তেমনি একটি সংস্থা ‘সম্পর্কের নয়া সেতু’র সভাপতি জয়া সিকদার বলছিলেন “ কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানাচ্ছি। তবে যেসব সংস্থা তাদের কল্যাণে কাজ করছে তাদের সাথে নিয়ে আলাপ-আলোচনা বা মতামত নিয়ে পরিকল্পনা করলে আরো ভাল হতো”
“ঋণ গ্রহীতারা কিভাবে ঋণ কার্যক্রম পরিচালনা করবেন, কিভাবে ফেরত দেবে, তাদের ব্যবসা বা কাজ মনিটর করার ব্যবস্থা কিভাবে করা হবে এসব বিষয়ে মতামত নিলে বিষয়টি আরো পরিষ্কার হত” বলে মত দেন জয়া সরকার।
শেয়ার করুন