সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহে নিহত ৫
ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১ টায় ময়মনসিংহ- টাঙ্গাইল সড়কের নিমুরিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সালাম, জয়নাল আবেদীন, নবীরন, কাশেম ও তুফান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিবাড়ি বাজার থেকে ছেড়ে আসা মুক্তাগাছাগামী একটি সিএনজি অটোরিকশার সাথে বিপরীতমুখী পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সালাম, জয়নাল ও নবীরন মারা যান। মুক্তগাছা হাসপাতালে নেয়ার পর কাশেম ও তুফান মারা যান। আহত ইকবাল, লুত্ফর ও মনোয়ারাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শেয়ার করুন