আপডেট :

        সমুদ্র বাণিজ্যে নতুন ফি: বন্দরে অতিরিক্ত খরচের ঘোষণা

        বাংলাদেশী শর্ট ফিল্ম 'নিশি'র EMA জয়

        মিরাজের প্রশংসা: বাংলাদেশ দলের খেলায় রয়েছে সম্ভাবনা

        পুলিশের বাধা অতিক্রম করে শাহবাগ ব্লকেড: ভাতা বৃদ্ধি ও জাতীয়করণের দাবিতে শিক্ষকরা অটল

        গাজায় স্থায়ী শান্তির পথে: ট্রাম্প দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুর ঘোষণা দেন

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট

        ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে হেলিকপ্টার দুর্ঘটনা: আহত ৫ জন হাসপাতালে

        প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত সাবেক প্রেসিডেন্ট বাইডেনের রেডিয়েশন থেরাপি চলছে

        টেনেসিতে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: ১৬ জনের মৃত্যুর আশঙ্কা, কেউ বেঁচে নেই

        মিসিসিপিতে ফুটবল খেলার পর গণগুলি: নিহত ৪, আহত ১২

        পুতিনের মন্তব্য: ট্রাম্প বঞ্চিত হওয়ায় নোবেল পুরস্কারের মর্যাদা ক্ষুণ্ণ

        সমুদ্রের তলায় ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি

        ইশরাক হোসেনের জীবনের নতুন অধ্যায়: কে তিনি বিয়ে করছেন?

        জ্বালানি উপদেষ্টা বলেন, এলপিজি সিলিন্ডারের মূল্য রাখতে হবে ১ হাজার টাকার মধ্যে

        চুয়েটের ‘টিম এসরো’ নাসার গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ ২০২৫-এর বিশ্বজয়ী

        নির্বাচনের ফেব্রুয়ারি তাং নিয়ে মানুষের মধ্যে অবিশ্বাস: মন্তব্য

        সিরিজে রশিদের স্পিনে বাঙালিরা হেরেছে

        আসল নকল মিলছে? আপনার ফোন নকল কিনা জানতে এই উপায়গুলো অনুসরণ করুন

        হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ডেঙ্গুতে মৃত্যুর হার ১ থেকে ৩৮

        দারুল উলুম দেওবন্দ পরিদর্শনে তালেবান পররাষ্ট্রমন্ত্রী, উষ্ণ অভ্যর্থনা

বাংলাদেশ সরকার স্বেচ্ছাচারী ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে

বাংলাদেশ সরকার স্বেচ্ছাচারী ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে

যুক্তরাষ্ট্র সরকারের মানবাধিকার প্রতিবেদন- ২০১৪ তে প্রকাশ

বাংলাদেশে সরকার ও এর বিভিন্ন সংস্থা স্বেচ্ছাচারী ও বিচারবহির্ভূত হত্যাকান্ড ঘটাচ্ছে। সরকার কখনো এসব হত্যাকান্ডের পরিসংখ্যান প্রকাশ এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। ৫ জানুয়ারির পর নির্বাচনী সহিংসতা কমলেও শেষ হয়নি। যুক্তরাষ্ট্র সরকার মানবাধিকার প্রতিবেদন- ২০১৪ প্রকাশ করে এতে বলেছে, সংবিধানে জীবন, সম্পদ ও ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা থাকলেও সরকার স্বেচ্ছাচারী ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে। এতে বলা হয়, যদিও সরকারের এ ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ এবং বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের তদন্ত করার কথা। উল্টো কিছু ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়মুক্তির সাথে কাজ করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ব্যুরো অব ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যাণ্ড লেবার-এর এই বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা সোয়া ১ টায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০১৪ সালের মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে এসব মন্তব্য করা হয়েছে। ক্র্যাচের উপর ভর করে মন্ত্রী ব্রিফিং করেন। বাংলাদেশ বিষয়ে ৪২ পৃষ্ঠার প্রতিবেদনের সারাংশে বলা হয়, সামাজিকভাবে ধর্মীয় সংখ্যালঘু ও নৃতাত্ত্বিক গোষ্ঠী সহিংসতার শিকার হচ্ছে। যদিও অনেক রাজনীতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের মতে এ সব ঘটনা ধর্মীয় বিশ্বাসের জন্য নয় বরং রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্য প্রনোনীত। । বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, অনলাইন (সামাজিক গণমাধ্যম) ও গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, শ্রম অধিকার ও দুর্বল কর্মপরিবেশ বাংলাদেশের মানবাধিকারের ক্ষেত্রে বড় সমস্যা বলে যুক্তরাষ্ট্র তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। এছাড়া প্রতিবেদনে আইন-শৃঙ্খলাকারি বাহিনীর নির্যাতন, সরকারি খাতে বিস্তৃত দুর্নীতি, স্বেচ্ছাচারী আটক, দুর্বল বিচার ব্যবস্থা এবং বিচারের পূর্বে দীর্ঘকাল আটক রাখাও বাংলাদেশের মানবাধিকারের জন্য এখনো গুরুতর সমস্যা। বলা হয়, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে কর্তৃপক্ষ। আইনের শাসনের দুর্বলতার কারণে ব্যক্তি ও সরকারী কর্মকর্তারা মানবাধিকার লঙ্ঘন করে শুধু দায়মুক্তি পাচ্ছেন না, বরং সাধারণ নাগরিকদের অধিকারের দাবি করা থেকেও নিবৃত্ত করছে। সম্প্রতি বছরগুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে হত্যা, নিপীড়নের ঘটনা ঘটলেও সরকার খুব কমই তদন্তের পদক্ষেপ নিয়ে বিচারের মুখোমুখি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক সহিংসতা ও অন্তকোন্দলও বাংলাদেশের জন্য বড় সমস্যা। কিছু বেসরকারী সংগঠনের কার্যক্রমে আইনি ও অনানুষ্ঠানিক বাধা এসেছে। নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। বাল্যবিবাহ একটি বিদ্যমান সমস্যা। শিশুরা বাধ্য হচ্ছে কাজ করতে। সংবিধানে জীবন, সম্পদ ও ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা থাকলেও সরকার ও এর বিভিন্ন সংস্থা স্বেচ্ছাচারী ও বিচারবহির্ভূত হত্যাকান্ড ঘটাচ্ছে। সরকার কখনো এসব হত্যাকান্ডের পরিসংখ্যান প্রকাশ বা কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি উল্লেখ করে বলা হয়, যদিও সরকার এক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করবে এবং বিচারবহির্ভূত হত্যাকান্ডের তদন্ত করবে। বলা হয়, কিছু ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়মুক্তির সঙ্গে কাজ করেছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী ২০১৪ সালের প্রথম আট মাসে ১১৩টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আর অধিকারের তথ্যে বলা হয়েছে প্রথম নয় মাসে ১৩৬টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। ২০১৩ সালে এটি ছিলো ১৭৯। র্যা বসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান, আটকসহ বিভিন্ন কার্যক্রমে ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ, পাল্টা হামলায় এসব হত্যাকাণ্ড ঘটেছে বলে জানানো হয়। গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে সাতজনকে দিবালোকে অপহরণ ও হত্যার ঘটনায় র্যা বের কর্মকর্তা ও সদস্যরা জড়িত। এ ঘটনায় সরকার কয়েকজনকে অবসরে যেতে বাধ্য করেছে এবং গ্রেফতার করেছে। বছর শেষে এ ঘটনার তদন্ত চলছে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে কি না এমন এক প্রশ্নের জবাবে টম ম্যালিনস্কি বলেন, ২০১৪ সালে নির্বাচনে প্রথম বছর পূতির্র পরপরই আমরা বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা পর্যবেক্ষণ করেছি। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব এবং সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছি। তিনি বলেন, সঙ্কটের শান্তিপূর্ন সমাধানের পথে অগ্রসর হওয়ার জন্য আমরা সবসময় তাগিদ দিয়ে আসছি। সব ধরণের সহিংসতাকে আমরা তীব্র ভাষায় নিন্দা জানিয়েছি একই সঙ্গে বিরোধীদলের সভা-সমাবেশের অধিকার নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানাচ্ছি। মানবধিকার প্রতিবেদনে বলা হয়, ৫ জানুয়ারির পর নির্বাচনী সহিংসতা কমলেও শেষ হয়নি। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় ১২৪ জন নিহত ও ৬ হাজার ৮৭ জন আহত হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত