আপডেট :

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ড: তদন্তের দাবি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের

        ক্যালিফোর্নিয়ায় ৭ বিলিয়ন ডলারের জালিয়াতির দাবি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের, মিনেসোটাকেও ছাড়িয়ে গেছে পরিমাণ

        লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় ২৯০ মৃত্যুর প্রতিবাদে সিটি হলের সামনে ব্যতিক্রমী ‘ডাই-ইন’ বিক্ষোভ

        মিনিয়াপোলিসে ফের এক মার্কিন নাগরিকের গুলিতে মৃত্যু, বিক্ষোভ আবারও জারি

        যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর ডব্লিউএইচওর রোগ পর্যবেক্ষণ নেটওয়ার্কে যোগ দিল ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেসে গৃহহীন তহবিল আত্মসাৎ: দাতব্য সংস্থার প্রধান গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বাড়ির দামে মৃদু পতন: ৮৮% এলাকায় মূল্য কমেছে

        বিচারকের পরোয়ানা ছাড়াই বাড়িতে ঢোকার নির্দেশ আইসিইকে—ফাঁস মেমো

        ক্যালিফোর্নিয়ায় ফেডারেল অভিযানে গুলি, ব্যাপক নিরাপত্তা তৎপরতা

        প্রথম প্রজন্মের গৃহক্রেতাদের জন্য ক্যালিফোর্নিয়ার ডাউন পেমেন্ট সহায়তা কর্মসূচি আবার চালু

ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানির তদন্তের আদেশ চেয়ে রিট

ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানির তদন্তের আদেশ চেয়ে রিট

ব্রাজিল থেকে চারশ কোটি টাকার নিম্নমানের গম আমদানির অভিযোগ দুদককে দিয়ে তদন্তের আদেশ চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী পাভেল মিয়া বাদী হয়ে এ রিট আবেদনটি করেছেন। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চে মঙ্গলবার এ রিটের ওপর শুনানি হতে পারে বলে আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী সাংবাদিকদের জানিয়েছেন।

সম্প্রতি খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ব্রাজিল থেকে গম আমদানির পর তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। নিম্নমানের গমের সচিত্র প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে রিট আবেদনটি করা হয়েছে। রিট আবেদনে মানহীন গম আমদানি ও সরবরাহ করা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে হাইকোর্টের কাছে রুল জারির আবেদন জানানো হয়েছে। এ ছাড়া ওই গম বিএসটিআই ও বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের মাধ্যমে পরীক্ষার নির্দেশনা চাওয়া হয়েছে আদালতের কাছে।
পরীক্ষায় গম মানসম্মত নয় প্রমাণিত হলে আমদানিতে কোনো অনিয়ম হয়েছে কি না- তা দুদককে দিয়ে তদন্ত করার নির্দেশনাও চাওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী সানজিদ সিদ্দিকী। তিনি জানান, খাদ্য সচিব, খাদ্য অধিদফতরের মহাপরিচালক, বিএসটিআইয়ের মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট ও দুর্নীতি দমন কমিশনকে রিটে বিবাদী করা হয়েছে।
সম্প্রতি একটি দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ব্রাজিল থেকে আমদানি করা ৪০০ কোটি টাকার দুই লাখ টন নষ্ট ও পচা গম নিয়ে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদফতর লুকোচুরি করছে। প্রধানমন্ত্রী নির্দেশ দেয়ার পরও তদন্ত কমিটি গঠন করা হয়নি। পুলিশ, বিজিবি, আনসার, জেলখানা, ডিলার ও আটা কল ছাড়াও টিআর (টেস্ট রিলিফ) ও কাবিখাসহ (কাজের বিনিময়ে খাদ্য) বিভিন্ন কর্মসূচিতে ওই গম বিতরণ করা হচ্ছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। পচা গম আমদানির অভিযোগ উঠার পর খাদ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি ওঠে।
সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, ব্রাজিল থেকে আমদানি করা গমের মান নিয়ে খাদ্য অধিদফতর থেকে আপত্তি তোলা হয়েছিল। ব্রাজিলের কৃষি মন্ত্রণালয় বা অন্য কোনো বিভাগের মান নিয়ে কোনো সনদ দেয়নি। বন্দরে অবস্থানকারী খাদ্য অধিদফতরের রসায়নবিদরা এ গমের বেশ কয়েকটি চালানকে বি ক্যাটাগরির বা মাঝারি থেকে নিম্নমানের হিসেবে চিহ্নিত করেছিল।
এসব জেনেও খাদ্য অধিদফতরের তৎকালীন মহাপরিচালক সারোয়ার খান চট্টগ্রাম বন্দরে আসা ওই গমের ছাড়পত্র দেয়ার নির্দেশ দেন। অধিদফতরের আমদানি-সংক্রান্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত, চিঠি ও পর্যালোচনা থেকে এ তথ্য পাওয়া গেছে। এ গম আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর রেশন হিসেবে সরবরাহের পর এর মান নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশের সব বিভাগীয় কার্যালয় এ গমকে নিুমানের এবং খাওয়ার অযোগ্য হিসেবে বর্ণনা করে একাধিকবার চিঠি দেয়। তারপরও খাদ্য মন্ত্রণালয় শুরু থেকেই বারবার বলছে, এ গম অখাদ্য নয়। এরপর সংসদে এক বিবৃতিতে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, এটা আমরা আর আনব না। এ গম দেখতেই খারাপ লাগছে। তবে ওই গম পচা নয় দাবি করে রোববার তিনি সংসদে বলেন, এ গম সম্পূর্ণ খাবার উপযোগী। খাদ্য অধিদফতর ও সায়েন্স ল্যাবরেটরির (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) পরীক্ষায় এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। গমের মান নিয়ে আমি স্যাটিসফাইড।


শেয়ার করুন

পাঠকের মতামত