দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট
হাইটেক পার্কের জন্য প্রযুক্তিপ্রেমীদের অপেক্ষা !
দেশের একমাত্র হাইটেক পার্কের জন্য প্রযুক্তিপ্রেমীদের অপেক্ষা যেন শেষই হচ্ছে না। মাসের পর মাস এমনকি বছরও (অন্তুত ৩ বছর) পার হয়ে যাচ্ছে, তবু ঠিক হচ্ছে না ‘কে‘ নির্মাণ করবে হাইটেক পার্ক।
৩ বছর অাগে একবার গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্ক নির্মাণ প্রক্রিয়া শুরু করে প্রায় শেষ করে অানা হয়েছিল। কিন্তু এক ‘রহস্যময়‘ কারণে ৩ বছর পর অাবার গোড়া থেকেই কাজ শুরু করা হচ্ছে।
এতদিন পর জানা গেল, বর্তমানে অারএফপি (রিকোয়েস্ট ফর প্রপোজাল) চূড়ান্তকরণের কাজ চলছে। ২টি প্রতিষ্ঠানের কাগজপত্র মূল্যায়ন শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে অারা বেগম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাইটেক পার্ক নির্মাণের ইতিবাচক অগ্রগতির পথে রয়েছি অামরা। এখন অারএফপি মূল্যায়নের শেষ পর্যায়ের কাজ করছি।‘
শেয়ার করুন