শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
বাংলাদেশের টাঙ্গাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৯, আহত ১৫
টাঙ্গাইলের বাসাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার পাটখাগড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে থানার গোড়াইজোনের ওসি হুমায়ুন কবির জানিয়েছেন, ‘বিনিময়’ পরিবহনের একটি বাস ধনবাড়ি থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি পাঁচখাগড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পানিতে ডুবে যায়।
বাসাইল থানার ওসি দেলোয়ার আহমদ বলেছেন, এখন পর্যন্ত নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়াস সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে।
শেয়ার করুন