‘রাজনৈতিক উদ্দেশ্যে দুই মামলা’-খন্দকার মাহবুব হোসেন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুই মামলার শুনানি শেষে তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল এই দু’টি প্রতিষ্ঠান বেগম জিয়ার ব্যক্তিগত ট্রাস্ট। এখানে সরকারের অর্থের কোন অপচয় কিংবা ক্ষতি হয়নি। তার বিরুদ্ধে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার বাদীকে জেরা শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আজ জেরা অসমাপ্ত রেখে তা মুলতবির আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।
খন্দকার মাহবুব বলেন, আমরা জেরায় দেখিয়েছি বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ১৫টি দুর্নীতি মামলা ছিল যা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিলীন হয়ে যায়।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩ আগস্ট দিন ধার্য করে আদালত।
শেয়ার করুন